‘এই কাহিনি খুবই অনুপ্রেরণামূলক’, মঞ্চে অর্পিতাকে দেখে প্রশংসায় ভরালেন সেতারবাদক পূর্বায়ণ
My Name Is Jaan: গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’ নিয়ে মঞ্চে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হল। মঞ্চে বন্ধু অর্পিতার কাজ দেখে মুগ্ধ সেতার বাদক পূর্বায়ণ চট্টোপাধ্যায়।
এই অর্পিতা চট্টোপাধ্যায়কে আগে হয়তো কেউ দেখেননি। তিন বছর পরে আবারও গওহর রূপে সকলের সামনে ধরা দিলেন অর্পিতা। তিন বছর পর আবার মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। ২০২১ সালে প্রথম বার গওহরকে মঞ্চে নিয়ে আসেন অর্পিতা। মাঝে ছিল তিন বছরের বিরতি। এবার নতুন করে নাটকটি মঞ্চস্থ করলেন অভিনেত্রী। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে এই নাটকের প্রথম শো। নাটকের প্রথম শো দেখতে উপস্থিত হয়েছিলেন অনুপম খের, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিখ্যাত সেতার বাদক পূর্বায়ণ চট্টোপাধ্যায়। দীর্ঘ দিন অর্পিতার সঙ্গে তাঁর বন্ধুত্ব। তাঁর অভিনয়,গান উপস্থাপনা দেখে মুগ্ধ পূর্বায়ণ। নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন তাঁর অসাধারণ অভিজ্ঞতার কথা।
পূর্বায়ণ লেখেন, “গওহর রূপে অর্পিতাকে দেখে আমি আপ্লুত। এই কাহিনিটি সকলের জানা প্রয়োজন ছিল। শুধু সঙ্গীত জগত্ নয় ভারতীয়দের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক কাহিনি। যা সকলের জানার প্রয়োজন ছিল। সবাইকে অনুরোধ করব এই নাটকটি দেখার জন্য।” অভিনেতা অনুপম খের, ঋতুপর্ণার কণ্ঠেও একই সুর শোনা গিয়েছিল।
এই খবরটিও পড়ুন
Incredibly moved to see the performance of our dear friend Arpita Chatterjee as Gauhar Jaan in the play of the same name. This was a story that really needed to be told and I must say it is one of the most inspiring and motivating stories for all those who are in the field of… pic.twitter.com/ate3Z4FtJN
— Purbayan Chatterjee (@stringstruck) October 26, 2024
গওহর জানের জীবনীভিত্তিক এই নাটক দেখে ঋতুপর্ণা বলেছিলেন, “অসাধারণ উপস্থাপনা দেখলাম। আমার আসন্ন একটি হিন্দি ছবির ট্রায়াল ছিল। কিন্তু স্থির করে রেখেছিলাম যে ভাবেই হোক আসব। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে।গওহর জানের সঙ্গে আমার নিবিড় একটা সম্পর্ক রয়েছে। তাঁর জীবনী নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। বিক্রম সম্পতের লেখা বইটিও আমি পড়েছি। তাই আরও বেশি উত্তেজিত ছিলাম অর্পিতার শো-টি দেখার জন্য।”
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫- হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা