ভারতীর হিরো শাহরুখ! মুখ ফসকে এ কী বললেন ‘কমেডি কুইন’
Bharti Singh: ভারতী সিং, ভারতের বুকে অন্যতম কমেডিয়ান তিনি। যাঁকে নিয়ে দর্শক মনে প্রতি নিয়ত উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তিনি মঞ্চে থাকা মানেই কোথাও গিয়ে যেন দর্শক মনে বাড়তি কিছু পাওয়ার ইচ্ছা। তিনি সেই আর্জিও পূরণ করেন প্রতিবার। ক্যামেরার সামনে হোক কিংবা ক্যামেরার পিছনে, ভারতীর সঙ্গে কারও সাক্ষাৎ মানেই মুহূর্তটা বিশেষ হয়ে ওঠা।
ভারতী সিং, ভারতের বুকে অন্যতম কমেডিয়ান তিনি। যাঁকে নিয়ে দর্শক মনে প্রতি নিয়ত উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তিনি মঞ্চে থাকা মানেই কোথাও গিয়ে যেন দর্শক মনে বাড়তি কিছু পাওয়ার ইচ্ছা। তিনি সেই আর্জিও পূরণ করেন প্রতিবার। ক্যামেরার সামনে হোক কিংবা ক্যামেরার পিছনে, ভারতীর সঙ্গে কারও সাক্ষাৎ মানেই মুহূর্তটা বিশেষ হয়ে ওঠা। আর ঠিক সেই কারণেই তাঁর সঙ্গে পাপারাৎজিদের সম্পর্ক বেশ গভীর। তাঁকে সকলেই পছন্দ করেন। মানুষের মুখে হাসি ফোঁটাতে তাঁর আলাদা করে বোধহয় এখন আর কোনও স্ক্রিপ্টের প্রয়োজন হয় না। তবে এই মজা করতে গিয়েই মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন ভারতী, যা রীতিমত তাঁকে অস্বস্তিতে ফেলে দেয় মাঝে মধ্যেই।
এবারও ঘটল তেমনই এক কাণ্ড। ভারতীর বর্তমান আপডেট কী প্রশ্ন করতেই হঠাৎ তিনি বলে বসেন শাহরুখের সঙ্গে সিনেমা করছেন। বলেই মুখ ঢেকে ফেলেন তিনি। তবে এটা সকলকে মজা দিতে গিয়ে বলেছেন নাকি মুখ ফসকে খবর প্রকাশ্যে এনে ফেলেছেন, তা বোঝা দায়। যদিও নেটপাড়ার অধিকাংশই এখন বিশ্বাস করছেন যে তিনি সত্যি হয়তো শাহরুখের সঙ্গে ছবি করছেন। যদিও এই প্রসঙ্গে বলিউডে এখনও তেমন কোনও খবর মেলেনি। প্রসঙ্গত শাহরুখ খানের কাছে এখন এক গুচ্ছ ছবির প্রস্তাব। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে।
যদিও খুব ভেবে চিন্তেই ছবি গ্রহণ করছেন তিনি। দুই অ্যাকশন ছবি হিট করেছে মানেই যে তিনি পর পর অ্যাকশন ছবিতে কাজ করবেন, এমনটাও নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। শাহরুখের কথায়, তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান।