‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডল কি সিঙ্গল? তাঁর পরিচয় কী?

Phulki-Devyani Mondol: সম্প্রতি 'ফুলকি' ধারাবাহিকের সেটে গিয়েছিল TV9 বাংলা। সেখানে 'ফুলকি' অর্থাৎ দিব্যানীর সঙ্গে আড্ডা জমে উঠেছিল। আড্ডার ছেলে ফুলকি জানিয়েছে তাঁর জীবনে নানা কাহিনি। দিব্যানী তাঁর বাবা-মায়ের একমাত্র মেয়ে। প্রচণ্ড আদুরে তিনি। বাড়ির প্রত্যেকেই তাঁকে টেম্পার করেন। এমন এক মিষ্টি মেয়ের 'বয়ফ্রেন্ড' আছে কি না, তা জানতে চেয়েছিল TV9 বাংলা। জিভ কেটে 'ফুলকি' দিব্যানী বলেন...

'ফুলকি' ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডল কি সিঙ্গল? তাঁর পরিচয় কী?
দিব্যানী মণ্ডল।
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 4:24 PM

টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ধারাবাহিক টিআরপি তালিকায় পেয়েছে ৮.৭ । ‘ফুলকি’ একজন বক্সার। দুষ্টু লোকেদের মুখে ঘুষি মেরে কুপোকাত করতে পারে সে। সেই চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মণ্ডল। ১৯ বছর বয়স তাঁর। ফুরফুরে মিষ্টি একটি মেয়ে তিনি। শুটিং ফ্লোরে থাকলে আলোকিত হয়ে ওঠে তাঁর চারপাশ। দিব্যানী কি সিঙ্গল? নাকি তাঁর জীবনে অন্য কেউ রয়েছে। সম্প্রতি ‘ফুলকি’ ধারাবাহিকের সেটে গিয়েছিল TV9 বাংলা। সেখানে ‘ফুলকি’ অর্থাৎ দিব্যানীর সঙ্গে আড্ডা জমে উঠেছিল। আড্ডার ছেলে ফুলকি জানিয়েছে তাঁর জীবনে নানা কাহিনি।

দিব্যানী তাঁর বাবা-মায়ের একমাত্র মেয়ে। প্রচণ্ড আদুরে তিনি। বাড়ির প্রত্যেকেই তাঁকে টেম্পার করেন। এমন এক মিষ্টি মেয়ের ‘বয়ফ্রেন্ড’ আছে কি না, তা জানতে চেয়েছিল TV9 বাংলা। জিভ কেটে ‘ফুলকি’ দিব্যানী বলেছিলেন, “একেবারেই নেই। আমি সম্পূর্ণ সিঙ্গেল।” তবে তাঁর জীবন জুড়ে রয়েছে পরিবার, বাবা-মা এবং তার ছোট্ট পোষ্য কুটুলি। মাত্র ৫৪ দিন বয়স সেই মারমেয় বাচ্চার। এই ছোট্ট পোষ্য়কে নিয়েই দিনরাত কেটে যাচ্ছে দিব্যানীর। প্রেমের মাসে একাকী দিব্যানী দারুণ সময় কাটাচ্ছেন কুটুলি সঙ্গে। তার সম্পর্কে কথা বলতে গিয়ে চোখমুখ প্রফুল্ল হয়ে উঠছিল অভিনেত্রীর। বলছিলেন, “ওকে আমি খুব ভালবাসি। ও আমার সবচেয়ে ভাল বন্ধু। ওই আমার ভ্যালেন্টাইন।”

দিব্যানীর জীবনের আরও একটি দিক, মাত্র ১৫ বছর বয়সে সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়া শুরু করেছেন বিদ্যানী। ১৯ বছর বয়সে এসেও সেই জীবনযাত্রায় আসেনি তেমন হেরফের। তিনি নিরামিষ খান বলে সেটে মাছ-মাংস খাওয়ার সিন থাকলে তাঁর জন্য বিশেষভাবে মিষ্টির তৈরি মাছ-মাংস বানানো হয়। তার উপর দিব্যানী ধর্মীয় পথে রয়েছেন। তিনি কৃষ্ণের ভক্ত। বাড়িতে রয়েছে ৫টি লাড্ডু গোপাল এবং একজন রাধা। পুজো-আর্চা, কুটুলি এবং বাবা-মায়ের সঙ্গে অবসর সময় কাটান দিব্যানী, হাসিমুখে জানালেন অভিনেত্রী।