মুখ পেঁচিয়ে ঘুষি চালিয়েছেন ভগ্নিপতি, সলমন আটাকালেন এক হাতে

সলমন খানের মাথায় পাগড়ি। পরনে ছাই রঙা ট্রাউজার, গায়ে ব্ল্যাক শার্ট। হাতে বালা। চোখে কালো সানগ্লাস।

মুখ পেঁচিয়ে ঘুষি চালিয়েছেন ভগ্নিপতি, সলমন আটাকালেন এক হাতে
'অন্তিম' লুকে সলমন-আয়ুষ
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 5:42 PM

ফিল্মে একজন শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ভাইজান (Salman Khan)। ভগ্নিপতি আয়ূষ শর্মা (Ayush Sharma) সেখানে ভিলেন। ‘অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ’-এর এ খবর জানা ছিল। এমনকি কিছুদিন আগেই নিজের ইনস্টা হ্যান্ডেলে সল্লু মিঞার ফার্স্ট লুকও প্রকাশ করেছিলেন আয়ুষ।

 

View this post on Instagram

 

A post shared by Aayush Sharma (@aaysharma)


সলমন খানের মাথায় পাগড়ি। পরনে ছাই রঙা ট্রাউজার, গায়ে ব্ল্যাক শার্ট। হাতে বালা। চোখে কালো সানগ্লাস। গলায় লকেট। সে সুক প্রকাশ্যে আসতে তা নিয়ে জল্পনা কম হয়নি। আর আজ হল আয়ুশ শর্মার ফার্স্ট লুক প্রকাশ। তাও আবার এক অ্যাকশন সিকোয়েন্সের ভিডিওতেই হল আয়ুষের ‘অন্তিম’ প্রকাশ। পেটানো চেহারা। সিক্স প্যাক। দৌড়ে এসে এক ঘুষি চালালেন সলমনের দিকে। আর সলমন জাস্ট এক হাতে সে ঘুষি থামালেন।

 

ইউটিউবে সে ভিডিও প্রকাশ্যে আসতেই মুহর্তে ভাইরাল হতে শুরু করে। ২০২১ এ মুক্তি পেতে চলেছে মহেশ মঞ্জেরকর পরিচালিত  ‘অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ’। সূত্রের খবর  শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে শুটিংয়ের জন্য সলমান খান ১৫ দিন সময় দিয়েছেন। থ্রিলার ছবিতে একেবারে অ্যাকশন প্যাকড ভূমিকায় রয়েছেন ‘ভাইজান’।