Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রেমিকা’র জন্মদিন বলে কথা! কী করলেন স্বয়ম্ভু, রইল ছবি…

গতকাল রাত ১২টা বাজতেই কেক কেটে জন্মদিন পালন করেছেন অঙ্কিতা। শুধু কি তাই? চোখ বন্ধ করে চেয়েছেন উইশ। এই মুহূর্তে তাঁর কেরিয়ার তুঙ্গে।

'প্রেমিকা'র জন্মদিন বলে কথা! কী করলেন স্বয়ম্ভু, রইল ছবি...
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 6:20 PM

অঙ্কিতা মল্লিককে চেনেন? ভাল নামে অনেকেই প্রথমটায় বুঝতে না পারলেও বলে দেওয়া যাক, তিনি আর কেউ নন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের ‘জ্যাস’। আজ তাঁর জন্মদিন। ঘড়ির কাঁটা রাত বারোটা বাজতেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী। তবে সকলের নজর ছিল অঙ্কিতার সহ অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়ের দিকে। রিল লাইফে তো বটেই টলিপাড়াতেও বহুদিনের গুঞ্জন সৌম্যদীপ ওরফে স্বয়ম্ভু প্রেম করছেন অঙ্কিতার সঙ্গে।

না, গত রাত্রে সামাজিক মাধ্যমে কিছুই পোস্ট করেননি সৌম্যদীপ। ভক্তদের মন খারাপ হয়েছিল। এখানেই শেষ নয়। বেলা বাড়তেও নেই পোস্ট! ভক্তদের মন হয় আরও খারাপ। ‘আর পোস্ট আসবে না ভেবে’ ভক্তরা যখন হাল ছেড়ে দিয়েছেন ঠিক তখনই ইনস্টা স্টোরি তাঁর ও অঙ্কিতার অদেখা এক আদুরে ছবি পোস্ট করলেন অভিনেতা। ‘বিহাইন্ড দ্য সিন’-এর তাঁরা যে ঠিক কী করে থাকেন, সে প্রমাণই মিলল এই পোস্টে।

গতকাল রাত ১২টা বাজতেই কেক কেটে জন্মদিন পালন করেছেন অঙ্কিতা। শুধু কি তাই? চোখ বন্ধ করে চেয়েছেন উইশ। এই মুহূর্তে তাঁর কেরিয়ার তুঙ্গে। প্রথম ধারাবাহিকেই করেছেন বাজিমাত। টিআরপি লিস্টে প্রথম সারিতে তাঁর ধারাবাহিক। তবে শুধু কাজই নয়, তাঁর ব্যক্তিগত জীবনও এই মুহূর্তে আলোচনায়। রটছে সৌম্যদীপের সঙ্গে সম্পর্ক রয়েছেন তিনি। যদিও দু’জনের দাবি তাঁরা ভাল বন্ধু ও সহকর্মী। তা বাদে আর কোনও বিশেষ সম্পর্ক নেই তাঁদের মধ্যে।