আলিয়ার সঙ্গে তুলনা! কীভাবে প্রতিক্রিয়া দিলেন জাহ্নবী কাপুর?
নিঃসন্দেহে কেরিয়ারের মাপকাঠিতে জাহ্নবীর থেকে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছেন আলিয়া। বিভিন্ন চরিত্রে নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় অনায়াসে চলে আসে আলিয়ার নাম। সেই তুলনায় বেশ পিছিয়ে শ্রীদেবী কন্যা।
আপনার নিজস্ব একটা পরিচিতি রয়েছে। সে ভাল হোক বা খারাপ, আপনি তো আপনারই মতো। কিন্তু আপনাকে যদি কোনও সহকর্মীর সঙ্গে তুলনা করা হয়, কেমন লাগবে আপনার? দেখুন, তুলনা ভাল অর্থে নাকি খারাপ, সে প্রসঙ্গে আলোচনা করার আগেই, আপনার কি এটা মনে হবে না, যে তুলনার ফলে ব্যক্তিস্বাতন্ত্র্য কোথাও ক্ষুণ্ণ হয়? বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) কী মনে হয়েছিল, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শক মহলে। কারণ জাহ্নবীকে তুলনা করা হয়েছে তাঁর সহকর্মী আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে!
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে জাহ্নবীর ছবি ‘রুহি’। হার্দিক মেহেতা পরিচালিত এই হরর কমেডিতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এখনও পর্যন্ত দর্শক মহলে ছবিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই আবহেই জাহ্নবীকে হ্ঠাৎ করে আলিয়ার সঙ্গে তুলনা করেছেন এক দর্শক!
নিঃসন্দেহে কেরিয়ারের মাপকাঠিতে জাহ্নবীর থেকে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছেন আলিয়া। বিভিন্ন চরিত্রে নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় অনায়াসে চলে আসে আলিয়ার নাম। সেই তুলনায় বেশ পিছিয়ে শ্রীদেবী কন্যা। প্রথম সারিতে আসার জন্য এখনও নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে। এমনটা মনে করেন দর্শক মহলের একটা বড় অংশ। জাহ্নবী নিজেও সে কথা মানেন। সে কারণেই আলিয়ার সঙ্গে নিজের তুলনা শুনে রেগে তো গেলেনই না, বরং বেশ খুশি হতে দেখা গেল জাহ্নবীকে।
আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবীকে এক অনুরাগী বলেন, কেরিয়ারের দিক থেকে তিনি দ্বিতীয় আলিয়া ভাট হতে চলেছেন। তার শুনে যারপরনাই খুশি জাহ্নবী বলেন, ‘ঘি, চিনি, লাড্ডু, বিরিয়ানি.. যা যা আপনার পছন্দ সব আপনার মুখে পড়ুক…’।
জাহ্নবীর এই উত্তর শুনে বলি মহলের এক বড় অংশের মনে হয়েছে, এই তুলনা যে স্পোর্টিং স্পিরিটের সঙ্গে জাহ্নবী গ্রহণ করেছেন, তা অভিনেত্রীর কাছ থেকে শেখার।