যিশুই প্রথম, অতীতে আর কোনও বাঙালিকে দেখা যায়নি এই স্থানে

Jisshu Sengupta: বাংলার স্টারের এই দিন দেখার স্বপ্ন থাকলেও তা এতদিন অপূর্ণই থেকে গেল। ছক ভাঙলেন এবার যিশু সেনগুপ্ত। এখন তিনি প্যান ইন্ডিয়া অভিনেতা। বলিউডের পর্দা থেকে শুরু করে দক্ষিণভারত, ওটিটি-তে মাঝে মধ্যেই নজর কাড়ছেন তিনি।

যিশুই প্রথম, অতীতে আর কোনও বাঙালিকে দেখা যায়নি এই স্থানে
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 3:58 PM

দুবাই, স্বপ্নের জায়গা। বহু মানুষেরই ট্রিপের তালিকায় থেকে থাকে বুর্জ খালিফার দেশ। বলিউডের সঙ্গে যাদের সংযোগ ভীষণ গভীর। শাহরুখ খান থেকে শুরু করে, রাখি সাওয়ান্ত, প্রতিটা স্টারই সময় সুযোগ পেলেই দুবাই পাড়ি দিয়ে থাকেন। আর শাহরুখ খানের সঙ্গে দুবাইয়ের সম্পর্ক কতটা মজবুত, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বুর্জ খালিফায় তাঁর জন্ম দিন থেকে শুরু করে ছবির ট্রেলার সবই জায়গা করে থাকে। প্রজেকশনে কতবার যে দুই বাহু খুলে দাঁড়িয়েছেন শাহরুখ, তা গুনে শেষ করা যাবে না। তবে বাংলার স্টারের এই দিন দেখার স্বপ্ন থাকলেও তা এতদিন অপূর্ণই থেকে গেল। ছক ভাঙলেন এবার যিশু সেনগুপ্ত। এখন তিনি প্যান ইন্ডিয়া অভিনেতা। বলিউডের পর্দা থেকে শুরু করে দক্ষিণভারত, ওটিটি-তে মাঝে মধ্যেই নজর কাড়ছেন তিনি।

আর বাংলার বুকে তাঁর রাজত্ব ছিল, থাকবেও। সেই যিশুর ক্লিপিং-ই এবার বুর্জ খালিফায় প্রতিফলিত হতে খুশির মেজাজে বাংলা। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ষিশুকে। এর আগে কোনও বাংলার অভিনেতার প্রতিফলন বুর্জ খালিফাতে দেখা যায়নি। বিশ্বের এই সর্বোচ্চ বহুতলে নিজের ছবি নিজেই দুবাইয়ে দাঁড়িয়ে দেখলেন যিশু। কী উপলক্ষ্যে তাই ভাবছেন তো?

উপলক্ষ্য সিসিএলের ১০তম সিজনের কার্টন রাইজার। সেলিব্রিটি ক্রিকেট লিগ দেখতে দেখতে ১০ বছরে পা দিল। করোনার জেরে বন্ধ থাকা এই লিগ ২০২৩-এ ফেরে, তারপর ২০২৪-এর পালা। সেই উপলক্ষ্যেই দুবাইয়ে তারকার মেলা বসেছিল। উপস্থিত ছিলেন, আল্লু অর্জুন থেকে শুরু করে সোনু সুদ, যিশু প্রমুখেরা।