গাড়ি থেকে নামানোর অভিমান আজও আছে? কল্যাণ জিততেই সোজাসাপটা কাঞ্চন
Kanchan Mullick: শ্রীরামপুর কেন্দ্র থেকে এ বছরের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাঞ্চন মল্লিক। মনে আছে ভোট প্রচারে কল্যাণের শরীক হতে গিয়ে কাঞ্চনের ভাগ্যে জুটেছিল 'অপমান'!
শ্রীরামপুর কেন্দ্র থেকে এ বছরের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাঞ্চন মল্লিক। মনে আছে ভোট প্রচারে কল্যাণের শরীক হতে গিয়ে কাঞ্চনের ভাগ্যে জুটেছিল ‘অপমান’! তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ। তাঁর অভিযোগ ছিল, “রিয়্যাক্ট করছেন মহিলারা।” এ দিন কল্যাণ বিজয়ী হতেই কী বলছেন কাঞ্চন? কল্যাণকে নিয়ে অভিমান কি আজও বর্তমান? প্রশ্ন করেছিল টিভিনাইন বাংলা কী বললেন কাঞ্চন মল্লিক?
কাঞ্চনের সোজাসাপটা উত্তর, ‘দেখুন সবার উপরে দল সত্য্ তাহার উপরে কেউ নয়, সবার উপর মমতা বন্দ্যোপাধ্যায় সত্য তাহার উপরেও কেউ নয়। দল জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। বিজেপি কিচ্ছু করতে পারিনি। বাংলায় সবুজ ঝড় উঠেছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” পাশাপাশি এও জানালেন এখনও ফোন করা হয়নি কল্যাণবাবুকে। যদিও পরে করবেন বলে জানিয়েছেন কাঞ্চন।
অতীতে কল্যাণ গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরেও টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন। তিনি বলেন, “আমি বুঝতে পারিনি, গিয়েছিলাম দলীয় প্রচারে এর আগেও তো কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি। আজ হঠাৎ করেই উনি বললেন, ‘যেও না, গ্রামের লোকেরা রিঅ্যাক্ট করছে। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে।’ আমিও চলে এসেছি। জানি না তিনি কেন চাননি, হয়তো তাঁর প্রচারের আলাদা কোনও স্ট্র্যাটেজি আছে তাই এমনটা বলেছেন।” তবে পুরনো মান-অভিমান ভুলে দলের জয়ে খুশি কাঞ্চন। সামাজিক মাধ্যমেও কল্যাণকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি।