যমজ কন্যার পর তৃতীয় কন্যার বাবা হলেন করণভীর

সন্তানের জন্ম দিতে কিছুদিন আগে কানাডা গিয়েছেন তেজয়। সপরিবার এখন সেখানেই রয়েছেন তাঁরা।

যমজ কন্যার পর তৃতীয় কন্যার বাবা হলেন করণভীর
মেয়েদের নিয়ে করণভীর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 2:17 PM

তৃতীয় সন্তানের বাবা-মা হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি করণভীর ভোরা (Karanvir Bohra )এবং তেজয় সিধু (Teejay Sidhu)। যমজ কন্যা সন্তানের পর ফের ঘর আলো করে এসেছে আর এক কন্যা। বেলা এবং ভিয়েনার পর তৃতীয় কন্যার আগমনে খুশি দম্পতি। তবে সদ্যোজাতর নাম এখনও ঠিক করেননি তাঁরা। তৃতীয় কন্যার জন্মকে দেবী শক্তির আগমন বলে ব্যাখ্যা করেছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন করণভীর। তিনি লিখেছেন, ‘আমি যে কতটা খুশি, তা বলে বোঝাতে পারব না। আমি তিন কন্যার বাবা…ইয়াহু! জীবনে এর থেকে ভাল কিছু হতে পারে না। আমার পৃথিবী, আমার জীবন শাসন করবে তিন রানি। আমার জীবনে এই পরীদের দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি যথাসাধ্য যত্ন নেব। কারণ ওরাই আমার তিন দেবী- লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতী।’

বেলা এবং ভিয়েনাও বোনকে পেয়ে খুবই উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় করণভীরের শেয়ার করা ভিডিওতে দুই বোনের খুশি ধরা পড়েছে। তৃতীয় কন্যা সন্তানের জন্ম দিতে কিছুদিন আগে কানাডা গিয়েছেন তেজয়। সপরিবার এখন সেখানেই রয়েছেন তাঁরা। ২০১৬-এ দুই যমজ কন্যার জন্ম দেন তেজয়। অতিমারির আবহে ফের সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি। সব রকম সুরক্ষা মেনেই এই সময়টা কাটিয়েছেন তিনি। আপাতত মা এবং সদ্যোজাত সুস্থ রয়েছেন। গওহর খান, অর্জুন বিজলানির মতো টেলি সেলেবরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

আরও পড়ুন, বাংলা ছবির প্রচারের ধারা বদলকে কীভাবে দেখেন নেপথ্যের কারিগররা?

সামনে বড়দিন। আসছে নতুন বছর। সূত্রের খবর, নতুন বছরের শুরুতে তিন মেয়েকে নিয়ে কানাডাতেই থাকবেন করণভীর এবং তেজয়। তাঁরা কবে নাগাদ মুম্বই ফিরবেন, তা এখনও জানাননি।

আরও পড়ুন, জিতলেন জিৎ, একদিনের জন্য দ্বিতীয় স্থানে যশ! কিন্তু কীসে?