আসছে করিনার প্রথম বই, মাতৃত্বের অনুভূতি শেয়ার করেছেন নায়িকা
সন্তান গর্ভে আসার পরই যে কোনও মেয়ের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিজের জীবনে কীভাবে সামলেছেন করিনা, সে সবই এই বইয়ের মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ছেলে অর্থাৎ তৈমুর আলি খানের চার বছরের জন্মদিন আজ। ফলে করিনা কপূর খানেরও (Kareena Kapoor Khan) আজ মা হওয়ার জন্মদিন। দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন তিনি। আর তার মধ্যেই নিজের প্রথম বই প্রকাশের ঘোষণা করে ফেললেন নায়িকা। প্রথম বইয়ের বিষয় মাতৃত্ব।
করিনার প্রথম বইয়ের নাম প্রেগন্যান্সি বাইবেল। ২০২১-এ মুক্তি পাবে এই বই। সেই ঘোষণা আজ সোশ্যাল ওয়ালে করেছেন তিনি। করিনা লিখেছেন, ‘যাঁরা মা হতে চলেছেন, তাঁদের জন্য আসছে আমার বই করিনা কপূর খান’স প্রেগন্যান্সি বাইবেল। আর এই ঘোষণা করার জন্য আজকের দিনটা আদর্শ। মর্নিং সিকনেস হোক, ডায়েট বা ফিটনেস- মাতৃত্বের সময় কোন অনুভূতি হয়, কী কী ইচ্ছে করে সব কিছু নিয়ে কথা বলেছি আমি। আপনারা কবে পড়বেন, সেই অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন, হনিমুনে গিয়ে গৌরবের ইচ্ছেপূরণ! বিশেষ জায়গায় নিয়ে গেলেন দেবলীনাকে
সন্তান গর্ভে আসার পরই যে কোনও মেয়ের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিজের জীবনে কীভাবে সামলেছেন করিনা, সে সবই এই বইয়ের মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
View this post on Instagram
হবু মায়ের কেমন ডায়েট প্রয়োজন, কতটা ওয়ার্কআউট আসন্ন সন্তানের জন্য ভাল, সে সব সাজেশনও দিয়েছেন তিনি। করিনার কথায়, “প্রেগন্যান্সি খুব স্বাভাবিক একটা পদ্ধতি। এই সময়টা সুস্থ থাকা এবং আনন্দে থাকা প্রয়োজন। সব রকম কাজ আপনি করতে পারেন। নিজেকে সচল রাখুন। আমি কীভাবে আমার গর্ভাবস্থা সামলেছি, সেটা এই বইতে শেয়ার করেছি। এর মাধ্যমে হবু মায়েরা নিজেদের গর্ভাবস্থার সঙ্গে কোনও মিল পেতে পারেন। এই বিষয়টাই আমার খুব ভাল লেগেছে। যাঁরা মা হতে চলেছেন, তাঁদের এই বইটা দিশা দেখাবে বলে আমার বিশ্বাস।”
আরও পড়ুন, বাংলা ছবির প্রচারের ধারা বদলকে কীভাবে দেখেন নেপথ্যের কারিগররা?
এই বইয়ের পাবলিশার্সের তরফে চিঙ্কি সরকার বলেন, “অভিনয় বা ব়্যাম্পে হাঁটা শুধু নয়, আমাদের দেশে যে সব সেলেব্রিটি তার বাইরে বেরিয়ে খুব সাধারণ ভাবে মাতৃত্বকে গ্রহণ করেছেন করিনা কপূর তাঁদের মধ্যে অন্যতম। এই বইটা প্রকাশ করতে পেরে আমাদের ভাল লাগছে।”