করিনা কপূরের ক্রাশ কে? শেয়ার করলেন অভিনেত্রী

তিনি কিন্তু পুরুষ নন, মহিলা।

করিনা কপূরের ক্রাশ কে? শেয়ার করলেন অভিনেত্রী
করিনা কপূর।
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 3:02 PM

বলিউডের ‘পু’ তিনি। তাঁর স্টাইল স্টেটমেন্টে বুঁদ ইন্ডাস্ট্রি। কিন্তু জানেন কি এমন একজন রয়েছেন যার স্টাইল স্টেটমেন্টে বুঁদ পর্দার ‘পু’ নিজেই। তিনি কিন্তু পুরুষ নন, মহিলা। কে করিনা গার্ল ক্রাশ? মুখ খুললেন করিনা কপূর খান।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিখ্যাত ম্যাগাজিনের কভার ছবি থেকে সেই মহিলার ছবি সংগ্রহ করে করিনা লেখেন, “মাই ফর এভার ঊওম্যান ক্রাশ’। করিনার সেই উওম্যান ক্রাশ হলেন অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। করিনার অনুরাগীর সংখ্যা বহু। কিন্তু করিনা নিজেই যে পেনোলপির ভক্ত তা প্রথম বার জানালেন বেবো।

kareena kapoor

করিনার ইনস্টা পোস্ট।

খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা। প্রথম সন্তান তৈমুর জন্মাবার সময়েও বেবিবাম্প নিয়ে পাপারাৎজির সামনে এসেছিলেন করিনা কপূর। করেছিলেন র‍্যাম্প ওয়াক। এ বারেও দেখা যাচ্ছে এক ছবি। দিন কয়েক আগেই গোলাপি ব্রালেটে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। সন্তানের নাম কি কিছু ঠিক করেছেন তাঁরা? নেহা ধুপিয়ার এক সাক্ষাৎকারে করিনা জানান, “তৈমুরের নাম নিয়ে এত আলোচনা হওয়ার পর এখনও পর্যন্ত এ সব নিয়ে কিছুই ভাবিনি আমরা। একেবারে শেষ মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছি।”

দিন কয়েক আগে স্বামীর আসন্ন ছবি ‘ভূত পুলিশ’এর আউটডোর শুটে ছেলে তৈমুরকে নিয়ে হিমাচল গিয়েছিলেন করিনা। সেখানে পরিবারসহ ‘কোয়ালিটি টাইম’ কাটিয়ে আবার মুম্বই ফিরেছেন তিনি। আপাতত গোটা পরিবার নতুন অতিথির অপেক্ষায়।