ফের শুটিং ফ্লোরে ফিরছে কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘দোস্তানা ২’
লকডাউনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ‘দোস্তানা ২’-এর শুটিং। আনন্দের খবর, এপ্রিলে ফের শুরু হচ্ছে শুটিং।
স্বস্তির নিশ্বাস ফেলল ‘দোস্তানা ২’ টিম। এপ্রিলে ফের শুরু হচ্ছে শুটিং। যদিও লোকেশন এখনও ঠিক হয়নি, কিন্তু শুটিংয়ের তোরজোড় শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ১০ এপ্রিল থেকে শুরু হতে পারে শুটিং।
গত বছর লকডাউনের আগে ‘দোস্তানা ২’-এর শুটিং শুরু হয়েছিল। কিন্তু কয়েকদিন শুট চলার পরেই অতিমারির কারণে সারা দেশে লকডাউন শুরু হয়। বন্ধ হয়ে যায় শুটিং। প্রায় ৮০ শতাংশ শুটিং বাকি। কিছুু অংশ ইউরোপে শুট করার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে কোরনা-গ্রাফ ফের ঊর্ধমুখী হওয়ায় ইউরোপে শুটিং বাতিল হতে পারে। বিদেশে না গেলেও দেশের মধ্যে আপাতত শুরু হচ্ছে ‘দোস্তানা ২’-এর শুটিং। এটাই টিমের কাছে আনন্দের খবর।
View this post on Instagram
কার্তিক আরিয়ান এই মুহূর্তে ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে, এই ছবির শুটিং শেষ করে তবেই উনি ‘দোস্তানা ২’-এর শুটিং শুরু করবেন। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টাবু। তাঁরও ডেট নেওয়া হয়ে গিয়েছে। সম্প্রতি জাহ্নবী কাপুরের ‘রুহি’ মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকের আনুকুল্য না পেলেও জাহ্নবীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন :বোন আলিয়াকে নিয়ে দিদি শাহিনের বার্থডে পোস্টে উপচে পড়ল ভালবাসা
একটি সাক্ষাৎকারে ‘দোস্তানা ২’ নিয়ে জাহ্নবী কাপুর বলেন, “ এই ছবিতে সমকামিতাকে কোনও আলাদা চোখে দেখা হয়নি। যদিও এখনও সমকামিতা নিয়ে আমাদের সমাজে অনেক ট্যাবু আছে। কার্তিককে ধন্যবাদ, ও একজন মেনস্ট্রিম অভিনেতা হয়েও যে এই ধরণের চরিত্রে অভিনয় করছে সেটা ভেবেই আমার ভাল লাগছে।” ‘দোস্তানা ২’ মুক্তি পাবে পরের বছর।