সেলফি তুলে কাকে স্বাগত জানালেন কার্তিক আরিয়ান?
সূত্রের খবর, কোভিড সংক্রমণের কারণে তিনি ‘ভুল ভুলাইয়া-২’এর শুটিংয়ের জন্য মানা করে দেন।
কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি ‘ভুল ভুলাইয়া-২’র ছবি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ছবির শুটিংয়ে যোগ দিলেন প্রবাদপ্রতিম অভিনেত্রী টাবু। ‘চাঁদনি বার’ খ্যাত অভিনেত্রী শুটিং সেটে যোগ দেওয়ার পর কার্তিক ইনস্টাগ্রামে এক বুদ্ধিদীপ্ত পোস্টে স্বাগত জানিয়েছেন তাঁকে।
আরও পড়ুন অযোধ্যার পথে অক্ষয়! ‘রাম সেতু’র শুটিং নিয়ে প্রস্তুত অভিনেতা
ছবিতে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন পরিচালক আনিস বাজমি। রয়েছেন টাবু নিজেও তবে খুব অস্পষ্ট দেখাচ্ছে তাঁকে। কার্তিক বেশ মজা করে ক্যাপশনে লেখেন, ‘পুণরায় স্বাগত টাবুজি। কিন্তু তিনি বাবল থেকে বেরিয়ে আসতে চাননি, তিনি নিজে পোর্টেবল জেড প্লাস প্লাস বাবল নিয়ে এসেছেন শুটিংয়ে’
সূত্রের খবর, কোভিড সংক্রমণের কারণে টাবু ‘ভুল ভুলাইয়া-২’এর শুটিংয়ের জন্য মানা করে দেন। তবে পরিচালক বলেন টাবু একেবারেই তা করেননি। তিনি বলেন, “কোভিডের সময় আর্মি মুম্বইয়ের বাইরে ১০ মাসের জন্য চলে গিয়েছিলাম। লোনাভলার ফার্মহাউসে সপরিবারে সময় কাটাচ্ছিলাম।”
View this post on Instagram
যদিও টাবু শুটিং শুরু করলেও নিজেকে আসপাশের মানুষের থেকে একটু দূরেই রেখেছেন। কার্তিকের তোলা ছবিতে দেখা যাচ্ছে একটা ছোট কাঁচের ঘরের মধ্যে বসে রয়েছেন টাবু।
টাবুকে সম্প্রতি মীরা নাইয়রের ‘বিবিসি’ সিরিজ, ‘এ স্যুটেবল বয়’-তে দেখা গিয়েছিল। ইশান খট্টরের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
লকডাউনের কারণে উত্তরপ্রদেশের লখনউতে ‘ভুল ভুলাইয়া-২’র শুটিং বন্ধ করতে হয়েছিল।