ওটিটিতে ‘ধামাকা’ নিয়ে আসছেন কার্তিক আরিয়ান
‘লাভার বয়’ ইমেজ ছেড়ে একদম অন্য রকম একটি চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। একজন নিউজ অ্যাঙ্করের ভূমিকায় অভিনয় করছেন তিনি। খুব শীঘ্রই নেটফ্লিক্সে স্ট্রিমিং করবে ‘ধামাকা’।
ওটিটিতে এবার ‘ধামাকা’ করবেন অভিনেতা কার্তিক আরিয়ান। কীভাবে? অভিনয় দিয়েই মন মজাবেন তিনি। কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘ধামাকা’ নেটফ্লিক্সে স্ট্রিমিং করবে খুব শীঘ্রই।
‘ধামাকা’ থ্রিলার ছবি। পরিচালনায় রাম মাধবনী। ছবিতে কার্তিক একজন নিউজ অ্যাঙ্করের ভূমিকায় অভিনয় করছেন। ‘লাভার বয়’ ইমেজ ছেড়ে একদম অন্য রকম একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি আকস্মিক বোমা বিস্ফোরণে ফেঁসে যান তিনি। কী করবেন কার্তিক এবার? নিজের উন্নতির কথা ভাববেন নাকি মানবিকতাকে প্রাধান্য দেবেন? এই টানাপোড়েন নিয়েই টানটান থ্রিলার ছবি ‘ধামাকা’। ছবিটি কোরিয়ান ছবি ‘দ্য টেরর লাইভ’-এর রিমেক। কার্তিক ছাড়াও এই ছবিতে আছেন ম্রুনাল ঠাকুর, বিকাশ কুমার, বিশ্বজিৎ প্রধান এবং আরও অনেকে।
All we can say is that THIS IS GOING TO BE AN ABSOLUTE #DHAMAKA ?@TheAaryanKartik @amrutasubhash @strictlyvikas #vishwajeetpradhan @RamKMadhvani @RonnieScrewvala @amita_madhvani @RSVPMovies @OfficialRMFilms pic.twitter.com/XWFdBIFzk6
— Netflix India (@NetflixIndia) March 2, 2021
সম্প্রতি ছবিটির টিজার রিলিজ করেছে। ‘ধামাকা’ নেটফ্লিক্স ফিল্ম হলেও প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা এবং পরিচালক রাম মাধবনী নিজে। রাম মাধবনী বলেন “ এটা সত্যিই খুব আনন্দের খবর যে আমাদের ছবিটা নেটফ্লিক্সে দেখানো হচ্ছে। এই ওটিটির ওপর আমাদের অনেক ভরসা। আমাদের বিশ্বাস নেটফ্লিক্সের মাধ্যমে গোটা দুনিয়ার কাছে পৌঁছে যাব।”
আরও পড়ুন :‘ফ্যান’-কে পাঠানো ‘সুপারস্টার’-দের হাতে-লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় উসকে দিল নস্ট্যালজিয়া
এই প্রথম কার্তিকের সঙ্গে জুটি বাঁধলেন রাম মাধবনী। পরিচালক বলেন “কার্তিক নিজেকে ঢেলে দিয়েছে। আমি আবার ওর সঙ্গে কাজ করতে চাই। কার্তিকের অভিনয় আমার কাজকে আরও সমৃদ্ধ করেছে।” কার্তিকও খুব খুশি ‘ধামাকা’তে কাজ করে। তিনি বলেন “রাম মাধবনীর সঙ্গে কাজ করা আমার জীবনে একটা অন্য রকম অভিজ্ঞতা। একদম অন্য রকম চরিত্রে আমার ফ্যানরা আমায় দেখবে।”
কার্তিক এই মুহূর্তে ‘ভুল ভলাইয়া ২’ এবং ‘দোস্তানা ২’-এর কাজ নিয়ে ব্যস্ত।