শেষমেশ হাত পাততে হল ক্যাটরিনাকে! কী ধার চাইলেন ভিকির কাছ থেকে?

দু’জনের প্রেম এতটাই মাখো-মাখো যে ভিকির কাছে হাত পাততেও কুন্ঠিত নন ক্যাটরিনা!

শেষমেশ হাত পাততে হল ক্যাটরিনাকে! কী ধার চাইলেন ভিকির কাছ থেকে?
ভিকি-ক্যাটরিনা
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 7:25 PM

ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল চুটিয়ে প্রেম করছেন। যদিও দু’জনের কেউই এ নিয়ে কোনও কথা বলেননি। মুখে কুলুপ এঁটেছেন। তবু তাঁদের মতি-গতি দেখে কারও কিছু বুঝতে আর বাকি নেই। দু’জনের প্রেম এতটাই মাখো-মাখো যে ভিকির কাছে হাত পাততেও কুন্ঠিত নন ক্যাটরিনা। কী ধার চাইলেন তিনি ভিকির কাছ থেকে?

ক্যাটরিনা ফিটনেস ফ্রিক। ভিকিও যথেষ্ট শরীর-সচেতন। ভিকির নিখুঁত শরীর-জ্যামিতি। তাঁর পেশীর খাঁজে-ভাঁজে বলিষ্ঠতা। গঠনে সুতীব্র আকর্ষণ। যে আকর্ষণে পুড়েছে ক্যাটরিনার মত চোখ-ঝলসানো সুন্দরীও! এমন চর্চিত শরীর-বিন্যাস ভিকির হল কী করে? এর পেছনে আছে ভিকির জিম-ট্রেনারের হাত-যশ। ভিকির এই ট্রেনারকেই ধার নিলেন ক্যাটরিনা। ভিকির জিম-ট্রেনারই এখন ক্যাটরিনার ট্রেনার।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ভিকির ট্রেনারকে পেয়ে খুশি ক্যাটরিনা। জোরকদমে তিনি এখন জিম করছেন। সেই জিমের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ক্যাটরিনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটা কমলা রঙের ক্রপ-টপ পরে জিম-মগ্ন তিনি। ভিডিয়োটা পোস্ট করে তিনি লিখেছেন, “অনেক নতুন কিছু শিখছি, আমি আমার গতি ফিরে পেয়েছি।” এই নতুন করে জিম-মগ্নতাকে ক্যাটরিনা নিজের ‘প্রস্তুতির সময়’ বলে জানিয়েছেন।

আরও পড়ুন :জন্মদিনে কেন কেক কাটেন না অজয় দেবগণ?

ক্যাটরিনার শেষ ছবি আলি আব্বাস জফরের ‘ভারত’। ওঁর বিপরীতে ছিলেন সলমন খান। আরও অনেকগুলো ছবি পাইপ লাইনে। অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চর্তুবেদির সঙ্গে ‘ফোন বুথ’। কথা ছিল, ৩০ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে তাঁর ‘সূর্যবংশী’।এ কিন্তু করোনা সংক্রমণ ফের হঠাৎ করে বেড়ে যাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ভিকি কৌশল এই মুহূর্তে ‘অশ্বথ্থামা’-র শুটিং নিয়ে ব্যস্ত।