আদিপুরুষ: রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি, লক্ষ্মণ কে?
কৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রভাসও।
বিগবাজেট পিরিয়ড ছবি ‘আদিপুরুষ‘-এর টিমে এ বার সামিল হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। সইফ আলি খান এবং প্রভাস অভিনীত ওই ছবির অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি। সে কথাই ইনস্টাগ্রামে শেয়ার করে কৃতি লেখেন, “এক নতুন জার্নি শুরু হল। আদিপুরুষের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।” কৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রভাসও।
কৃতি ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন ‘প্যায়ার কা পঞ্চনামা‘ খ্যাত সানি সিংও। লক্ষ্মণের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। ছবির পরিচালক ওম রাউতের পাঠান এক ওয়েলকাম নোট ইনস্টা স্টোরিতে শেয়ারও করেছেন তিনি। অন্যদিকে সইফ এখানে অভিনয় করছেন এক নেগেটিভ চরিত্রে।
A new journey begins.. ❤️ One of my most special ones.. overwhelmed to be a part of #Adipurush #Prabhas #SaifAliKhan @mesunnysingh @omraut #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @retrophiles1 #TSeries pic.twitter.com/198BqAuoXT
— Kriti Sanon (@kritisanon) March 12, 2021
ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজের প্রধান ভূষণ কুমার এ দিন বলেন, “কৃতি যখন প্রথম চিত্রনাট্যের কথা শোনে ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সানির জন্যও এই চরিত্রটি একেবারে ঠিকঠাক। সানি ভীষণ ভাল অভিনেতা। আমি নিশ্চিত ওর অভিনয়ের দ্বারা সবাইকে খুশি করত পারবে ও।” মহাকাব্য ‘রামায়ণ’কে কেন্দ্র করেই ছবির প্লট। ব্যবহার করা হবে উন্নতমানের ভিএফএক্স পদ্ধতিও। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
সানিকে পাঠান পরিচালকের উপহার