‘মাথার ওপর ছাদটাও…’, হাউহাউ করে কেঁদে ফেললেন মালাইকা
Malaika Arora Struggle: একবার 'মুভিং ইন উইথ মালাইকা' শো নিয়ে ব্যস্ততা তাঁর তুঙ্গে ছিল, ঠিক সেই সময়ই অন্য সুরে কথা বলেছিলেন তিনি। সেই শো-এ বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। কিছুটা জানা, বেশ কিছুটা অজানা তথ্য মালাইকা সম্পর্কে জানতে পেরেছিলেন তাঁর ভক্তরা।

মালাইকা আরোরা, বরাবরই চর্চার কেন্দ্রে জায়গা করে থাকেন বলিপাড়ার ‘ছাইয়া ছাইয়া গার্ল’। মালাইকা বি-টাউনের বরাবরই বেশ চর্চিত নাম, ঝুলিতে একগুচ্ছ ছবি না থাকলেও এক তাঁকে নিয়ে ভক্তমনে উন্মাদনা তুঙ্গে। যদিও সিনেমার পর্দায় তিনি উপস্থিত থাকুন বা নাই থাকুন, ট্রোল থেকে শুরু করে বিতর্কে তাঁর ঠাঁই যেন আলোচবনার কেন্দ্রে বেশি জায়গা করে নিচ্ছে দিন-দিন। সোশ্যাল মিডিয়ায় নিত্য চোখ রাখলেই সেই তথ্য স্পষ্ট হয়ে যায়। মালাইকা বরাবরই স্পষ্টবাদী। মাঝে মধ্যেই হাজির হয়ে থাকেন বিভিন্ন রিয়ালিটি শো-তে। একবার ‘মুভিং ইন উইথ মালাইকা’ শো নিয়ে ব্যস্ততা তাঁর তুঙ্গে ছিল, ঠিক সেই সময়ই অন্য সুরে কথা বলেছিলেন তিনি। সেই শো-এ বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। কিছুটা জানা, বেশ কিছুটা অজানা তথ্য মালাইকা সম্পর্কে জানতে পেরেছিলেন তাঁর ভক্তরা।
তবে একটা বিষয় কি জানেন? মালাইকা আরোরার এই বিলাশ বহুল জীবনের পিছনে থাকা কঠিন অধ্যায়? আজ তিনি এক একটি শোয়ে বিচারকের ভূমিকার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন মোটা টাকা। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও তাঁর চুক্তি বেশ মোটা অঙ্কেই হয়। তবে একটা সময় ছিল যখন মালাইকা আরোরা অপেক্ষায় ছিলেন, মাথার ওপর একটি ছাদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ছোট থেকে ছোট্ট একটি ভাড়া বাড়িতে বড় হয়ে ওঠেন মালাইকা।
প্রথম উপার্জনের টাকা যখন তাঁর হাতে আসে, স্থির করেছিলেন মাথা গোঁজার ঠাঁই করবেন সবার আগে। তাই করেন। সেই অনুযায়ী পরিশ্রমও করেছিলেন বহু। সম্প্রতি ‘ঝলক দিখলা যা’- শোয়ে এসে অন্য সুরে কথা বলতে শোনা যায় তাঁকে। হঠাৎই চোখের কোলে জল। কান্নায় ভেঙে পড়েন মালাইকা। ফারহা খানকে জড়িয়ে ধরেন, ফারহা খান ঠিক সেই মুহূর্তে সকলের সঙ্গে শেয়ার করেন মালাইকার ছোটবেলার লড়াইয়ের কাহিনি। এক প্রতিযোগীর জীবনে সঙ্গে নিজের মিল পাওয়ায়, পলকে যেন ফিরে গিয়েছিলেন অতীতে। ভাইরাল সেই মুহূর্তের ক্লিপিং।





