ওটিটি থাকলেও যাঁরা সিনেমা হলে যাওয়ার, তাঁরা যাবেন: মানব কউল

ওটিটি কখনও সিনেমা হলের জায়গা নিতে পারে না, এ কথা মনে প্রাণে বিশ্বাস করেন অভিনেতা।

ওটিটি থাকলেও যাঁরা সিনেমা হলে যাওয়ার, তাঁরা যাবেন: মানব কউল
মানব কউল। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 8:22 PM

মানব কউল (Manav Kaul)। ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্ত দর্শক ভাল করে চেনেন এই অভিনেতা (Actor)। সম্প্রতি ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত ‘আজীব দাস্তায়ে’ ছবিতে মানবের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। হ্যাঁ, একথা ঠিক ওটিটির মাধ্যমেই তিনি পৌঁছে গিয়েছেন দর্শকের ড্রইংরুমে। কিন্তু ওটিটি কখনও সিনেমা হলের জায়গা নিতে পারে না, এ কথা মনে প্রাণে বিশ্বাস করেন অভিনেতা।

সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে মানব বলেন, “দেশের এত লোক প্রত্যেকেই নিজের মতো করে বিনোদন খুঁজে নেন। যাঁরা সিনেমা হলে যেতে পছন্দ করেন, তাঁরা সিনেমা হলে যাবেন। কিন্তু এখন অপশন অনেক। আর অপশন থাকাটা সব সময়ের জন্যই ভাল।”

আরও পড়ুন, ফেরার লড়াই করছি, কিন্তু এ যুদ্ধ কান্নার, বললেন মানব গোহিল

মানব মনে করেন, এখন ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা অনেক। আর প্রত্যেকের মধ্যেই প্রতিযোগিতার মনোভাব রয়েছে। কিন্তু সেটা অভিনেতার মতে সুস্থ প্রতিযোগিতা। মানব নিজে শুধুমাত্র পরিচালককে ফলো করেন। পরিচালকের পছন্দ হলেই তিনি বুঝতে পারেন, তাঁর কাজটা ভাল হয়েছে। মানবের কথায়, “আমি আমার পরিচালকের জন্য পারফর্ম করি। যখন আমার পরিচালক, সব অভিনেতা এবং গোটা টিমের পছন্দ হয়, আমি কমফর্টেবল থাকি। আর কার কেমন লাগল, সেটা নিয়ে আমি ভাবিই না।”

মানব মনে করেন, পরিচালকের বিচারে কখনও তিনি ভাল কাজ করেন। কখনও বা খুব ভাল। ঠিক যেমন মেকআপ আর্টিস্ট ঠিক করে দেন, তাঁর লুক কেমন হবে। সেটা তাঁর নিজস্ব পছন্দে হয় না। তেমনই প্রত্যেকেই যদি নিজের কাজ মন দিয়ে করেন, তাহলেই পুরো কাজটা ভাল হয় বলে মনে করেন মানব।