Manushi Chhillar: প্রথম ছবির প্রচারে মানুষীর লুক সকলকে মুগ্ধ করছে

Manushi Chhillar: ২০১৭ সালে বিশ্ব সুন্দরী হন। 'পৃথ্বীরাজ" ছবি দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখছেন মানুষী চিল্লর। ছবির প্রচারে তাঁর বিভিন্ন লুক সকলকে মুগ্ধ করছে। বিশেষ করে হলুদ রঙা লেহেঙ্গাতে তিনি আগুন ধরিয়েছেন তাঁর নায়ক অক্ষয়ের মনেও।

| Edited By: | Updated on: May 26, 2022 | 12:19 AM
পৃথ্বীরাজ ছবির প্রচারে অক্ষয়-মানুষী।

পৃথ্বীরাজ ছবির প্রচারে অক্ষয়-মানুষী।

1 / 6
পৃথ্বীরাজ তাঁর সংযুক্তাকে প্রোপোজ করছেন।

পৃথ্বীরাজ তাঁর সংযুক্তাকে প্রোপোজ করছেন।

2 / 6
অনস্ক্রিন রসায়ন ছবির প্রচারেও দেখা যাচ্ছে অক্ষয়-মানুষীর মধ্যে

অনস্ক্রিন রসায়ন ছবির প্রচারেও দেখা যাচ্ছে অক্ষয়-মানুষীর মধ্যে

3 / 6
সংযুক্তা বেশে মানুষী চিল্লর।

সংযুক্তা বেশে মানুষী চিল্লর।

4 / 6
লেহেঙ্গাতে তাঁর সৌন্দর্য মুগ্ধ করেছে অনুরাগীদের।

লেহেঙ্গাতে তাঁর সৌন্দর্য মুগ্ধ করেছে অনুরাগীদের।

5 / 6
শাড়িতেও তিনি অনন্যা।

শাড়িতেও তিনি অনন্যা।

6 / 6
Follow Us: