Manushi Chhillar: প্রথম ছবির প্রচারে মানুষীর লুক সকলকে মুগ্ধ করছে
Manushi Chhillar: ২০১৭ সালে বিশ্ব সুন্দরী হন। 'পৃথ্বীরাজ" ছবি দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখছেন মানুষী চিল্লর। ছবির প্রচারে তাঁর বিভিন্ন লুক সকলকে মুগ্ধ করছে। বিশেষ করে হলুদ রঙা লেহেঙ্গাতে তিনি আগুন ধরিয়েছেন তাঁর নায়ক অক্ষয়ের মনেও।
Most Read Stories