Malaika Arora: নিজেকে সমুদ্র সৈকতের ‘বেবি’ বললেন মালাইকা!

Malaika Arora: কখনও একা তো কখনও প্রেমিক অর্জুন কাপুররে সঙ্গে জলকেলি করতে দেখা যায় মালাইকাকে। তিনি নিজের সেই জলকেলির ছবি ইনস্টাগ্রামের পোস্ট করে নিজেকে 'বিচবেবি' আখ্যা দিয়েছেন।

| Edited By: | Updated on: May 26, 2022 | 12:15 AM
নিজের ইনস্টা প্রোফাইলে সমুদ্র সৈকতের ছবির কোলাজ করে  পোস্ট করেন মালাইকা সদ্য

নিজের ইনস্টা প্রোফাইলে সমুদ্র সৈকতের ছবির কোলাজ করে পোস্ট করেন মালাইকা সদ্য

1 / 6
তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে কেন তিনি নিজেকে এই আখ্যা দিয়েছেন।

তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে কেন তিনি নিজেকে এই আখ্যা দিয়েছেন।

2 / 6
জলকেলিতে তিনি কতটা আনন্দ পান, তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে।

জলকেলিতে তিনি কতটা আনন্দ পান, তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে।

3 / 6
সমুদ্র তাঁর মন ভাল করে।

সমুদ্র তাঁর মন ভাল করে।

4 / 6
সময়-সুযোগ পেলেই তিনি বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েন ছুটি কাটাতে কোনও সমদ্রতটে।

সময়-সুযোগ পেলেই তিনি বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েন ছুটি কাটাতে কোনও সমদ্রতটে।

5 / 6
প্রেমিক অর্জুন কাপুরও সঙ্গ নেন তাঁর জলকেলিতে।

প্রেমিক অর্জুন কাপুরও সঙ্গ নেন তাঁর জলকেলিতে।

6 / 6
Follow Us: