ডিটক্স থেরাপি করাতে ব্যাঙ্গালুরুতে নওয়াজ, জানালেন স্ত্রী

এর আগে আলিয়া জানিয়েছিলেন বিগত কয়েক মাস ধরে নিরন্তর কাজ করছেন অভিনেতা। তাই শরীরকে ঠিক রাখতে তাঁর অতি সত্ত্বর ডিটক্স থেরাপির প্রয়োজন।

ডিটক্স থেরাপি করাতে ব্যাঙ্গালুরুতে নওয়াজ, জানালেন স্ত্রী
নওয়াজউদ্দিন সিদ্দিকী।
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 10:05 PM

ব্যাঙ্গালুরুতে নওয়াজউদ্দিন সিদ্দিকী। উদ্দেশ্য ডিটক্স থেরাপি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন নওয়াজের স্ত্রী আলিয়াই।

এর আগে আলিয়া জানিয়েছিলেন বিগত কয়েক মাস ধরে নিরন্তর কাজ করছেন অভিনেতা। তাই শরীরকে ঠিক রাখতে তাঁর অতি সত্ত্বর ডিটক্স থেরাপির প্রয়োজন। সম্প্রতি আলিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “নওয়াজ এখন আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। ওর ছবি ‘যোগিরা সারা রা রা’ শুট শেষ হয়েছে। তাই কাজ থেকে কিছুটা ব্রেক পেয়েছে।” আর ব্রেক পেতেই ব্যাঙ্গালুরুতে গিয়ে নওয়াজ শুরু করেছেন ডিটক্স থেরাপি। আপাতত নাগরিক কোলাহল থেকে নিজেকে দূরে রাখাই তাঁর ইচ্ছে। যোগিরা সারা রা রা’ ছবিতে নওয়াজ ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় এবং নেহা শর্মা।

কী এই ডিটক্স থেরাপি? দীর্ঘদিন ধরে জমা শরীরের যাবতীয় টক্সিক পদার্থকে বের করে দেওয়াই হল ডিটক্স পদ্ধতি।  তাতে শরীর সুস্থ থাকে ত্বকও উজ্জ্বল হয়।

আরও পড়ুন-‘আমার জীবনের একটা অংশ নিয়ে চলে গেলি’, মিমির জীবনে দুঃসংবাদ

গত বছর মে মাস থেকে নওয়াজ এবং তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের টানাপড়েন নিয়ে উত্তাল ছিল মিডিয়া। নওয়াজউদ্দিনের কাছে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়ে ছিলেন আলিয়া। নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। কিন্তু মাস খানের আগে আলিয়া এবং নওয়াজ জানান আপাতত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। আলিয়াও ডিভোর্সের নোটিস প্রত্যাহার করেছেন। কেন এই মতবদল?

আলিয়া কোভিড আক্রান্ত হয়েছিলেন। তখন পুরো সংসারের দেখভাল করেছেন স্বামী নওয়াজউদ্দিন। ছেলেমেয়েদের দেখাশোনা করেছেন। স্ত্রীয়ের যত্ন নিয়েছেন। নওয়াজের এই ভূমিকা চোখ খুলে দিয়েছে আলিয়ার। নতুন করে চিনতে শিখিয়েছে তাঁর ১০ বছরের পুরনো স্বামীকে। আলিয়া বলেছেন, “ নওয়াজ সব কিছু ভুলে আমার এবং ছেলেমেয়েদের যেভাবে যত্ন নিয়েছে, আমি সত্যি ভুলতে পারব না। এই অতিমারি আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝেছি সন্তানদের জন্য আমাদের দু’জনের একসঙ্গে থাকাটা খুব জরুরি। ওদের ভালর জন্য আমাদের মন কষাকষি সরিয়ে রাখাই ভাল। আমাদের খুব দরকার ওদের। তাই আমি আমার ডির্ভোস নোটিস ফিরিয়ে নিয়েছি।”