প্রেমদিবসে নীল-তৃণার রিসেপশন, আমন্ত্রিত গোটা টলিউড

মেরুন রঙা ডিজাইনার লেহেঙ্গা। খোলা চুল। সিঁথিতে চওড়া সিঁদুর। সোনার গয়না সঙ্গে কস্টিউম জুয়েলারি। ঠিক এভাবেই ভালবাসার দিনে সাজলেন নতুন কনে তৃণা সাহা। ডিজাইনরা পাঞ্জাবি এবং চাদরে সেজে তৃণার ঠিক পাশেই দাঁড়িয়ে তখন হাসিমুখে ক্যামেরার পোজ দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। আজ তাঁদের রিসেপশন। গত ৪ ফেব্রুয়ারি বিয়ে এবং ৬ ফেব্রুয়ারি ঘরোয়া বউভাতের পর আজ গ্র্যান্ড […]

প্রেমদিবসে নীল-তৃণার রিসেপশন, আমন্ত্রিত গোটা টলিউড
নীল-তৃণা।
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 8:45 PM

মেরুন রঙা ডিজাইনার লেহেঙ্গা। খোলা চুল। সিঁথিতে চওড়া সিঁদুর। সোনার গয়না সঙ্গে কস্টিউম জুয়েলারি। ঠিক এভাবেই ভালবাসার দিনে সাজলেন নতুন কনে তৃণা সাহা। ডিজাইনরা পাঞ্জাবি এবং চাদরে সেজে তৃণার ঠিক পাশেই দাঁড়িয়ে তখন হাসিমুখে ক্যামেরার পোজ দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। আজ তাঁদের রিসেপশন। গত ৪ ফেব্রুয়ারি বিয়ে এবং ৬ ফেব্রুয়ারি ঘরোয়া বউভাতের পর আজ গ্র্যান্ড রিসেপশন।

পিসিচন্দ্র গার্ডেনে ভ্যালেন্টাইনস ডে-র দিন গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন নীল-তৃণা। টলি মহলের প্রায় সব সদস্যই আমন্ত্রিত। ভালাবাসার দিনে বহু জুটিই আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন।

অনেক রকম পদে মেনু সাজিয়েছেন নীল-তৃণা। স্টার্টারে মটন গলৌটি কাবাব, চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা কাবাব রয়েছে। মেন কোর্সে বিরিয়ানি, ককটেল ফিশফ্রাই, চিকেন চাপ, বাটার নান, অনেক ধরনের সালাড।আর শেষ পাতে মিষ্টিমুখের আয়োজন। সেখানে রয়েছে জিলিপি, গাজরের হালুয়া, সন্দেশ। ২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন।’

নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।