মাতৃ দিবসে হাতে প্লেট নিয়ে ছেলে রণবীরের সঙ্গে মাত্র ১০০ টাকায় লাঞ্চ করেছেন নীতু!
আজ মাতৃ দিবস। প্রিয় মানুষটিকে নিয়ে একের পর এক বলি-টলি সেলেবরা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয়াঙ্কা চোপড়া, শাহিদ কাপুর, করণ জোহর, একতা কাপুর, কিয়ারা আদবানী, জাহ্ণবী কাপুর এবং আরও অনেকে মিষ্টি পোস্টে জন্মদাত্রীর প্রতি ভালবাসা ব্যক্ত করছেন। বলি অভিনেতা রণবীর কাপুর কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন না। কিন্তু মাতৃ দিবসে মা নীতু কাপুর ছেলের […]
আজ মাতৃ দিবস। প্রিয় মানুষটিকে নিয়ে একের পর এক বলি-টলি সেলেবরা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয়াঙ্কা চোপড়া, শাহিদ কাপুর, করণ জোহর, একতা কাপুর, কিয়ারা আদবানী, জাহ্ণবী কাপুর এবং আরও অনেকে মিষ্টি পোস্টে জন্মদাত্রীর প্রতি ভালবাসা ব্যক্ত করছেন। বলি অভিনেতা রণবীর কাপুর কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন না। কিন্তু মাতৃ দিবসে মা নীতু কাপুর ছেলের সঙ্গে কাটানো স্মৃতিমেদুর এক মুহূর্ত শেয়ার করেছেন।
আরও পড়ুন পরিবারের দুই সদস্যকে কেড়েছে করোনা, গৌরব-ঋদ্ধিমাও আক্রান্ত
এক সাক্ষাৎকারে নীতু বলেন, “মাতৃ দিবসকে কেন্দ্র করে রণবীরের সঙ্গে এক দারুণ ঘটনা আমার মনে আছে। ও সবেমাত্র উপার্জন করতে শুরু করেছিল, মনে হয় তখন ও ‘ব্ল্যাক’ছবিতে একজন সহকারী পরিচালনার দায়িত্বে ছিল এবং তখন ও কিছু টাকাপয়সা রোজগার করা শুরু করেছিল। সে দিন মাদার্স ডে ছিল এবং রণবীর আমাকে ‘জাস্ট ইট অ্যারাউন্ড দ্য কর্নার’ নামে এক রেস্তোঁরাতে লাঞ্চে নিয়ে যায়। ওরা ১০০ টাকায় লাঞ্চ পরিবেশন করেছিল এবং আমাদের একবারেই পুরো খাবারের প্লেটটি ভর্তি করতে হত। ওটা ছিল আমার মাদার্স ডে, সুতরাং প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই নিজেদের প্লেটটি পুরো ভর্তি করার জন্য অপেক্ষা করছে। আমার কাছে বিষয়টা ভীষণ গর্বের ছিল, সেই দিনই প্রথমবার আমার ছেলে আমাকে লাঞ্চে নিয়ে গিয়েছিল।“
View this post on Instagram
অন্যদিকে মেয়ে ঋদ্ধিমা কাপুর মাতৃ দিবসে মা নীতুর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমি একজন স্ট্রং মহিলা কারণ আমাকে একজন স্ট্রং মহিলা বড় করে তুলেছে!মাতৃ দিবসের শুভেচ্ছা আমার আয়রন লেডি! তোমায় সবচেয়ে বেশি ভালবাসি।’