মা নিতু কাপুরের করোনা ‘নেগেটিভ’, ইনস্টাগ্রামে জানালেন মেয়ে

নিতু কাপুর জানিয়েছিলেন সেলফ কোয়ারন্টাইনে রয়েছি, নিয়মিত ডাক্তারের পরামর্শে নিচ্ছি এবং সুস্থ বোধ করছি।

মা নিতু কাপুরের করোনা ‘নেগেটিভ’, ইনস্টাগ্রামে জানালেন মেয়ে
নিতু কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুর
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 2:27 PM

নিতু কাপুর নিজেই জানিয়েছিলেন,  তিনি কোভিড’ আক্রান্ত। চন্ডিগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করবার সময় আক্রান্ত হন নিতু। সেই মতো বৃহস্পতিবার নিজের ইনস্টা হ্যান্ডেলে লেখেন, ‘সপ্তাহের শুরুতে কোভিড টেস্টে আমার রিপোর্ট পজিটিভ আসে। সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে এবং কর্তৃপক্ষর কাছে তাদের সমস্ত সহায়তা এবং দ্রুত রেসপন্সের জন্য আমি কৃতজ্ঞ। সেলফ কোয়ারন্টাইনে রয়েছি, নিয়মিত ডাক্তারের পরামর্শে নিচ্ছি এবং সুস্থ বোধ করছি। আপনাদের ভালবাসা এবং সাপোর্টের জন্য কৃতজ্ঞ। দয়া করে সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নিজের খেয়াল রাখুন।’

আরও পড়ুন স্নুকার নিয়ে ছবি, হাত মেলালেন বলিউডের দুই বড় প্রযোজক

আজ সকালে মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আপনাদের শুভ কামনা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। আজ মায়ের রিপোর্টে কোভিড নেগেটিভ ধরা পড়েছে।’

প্রসঙ্গত রাজ মেহতা পরিচালনা করছেন মাল্টি স্টারা ছবি ‘যুগ যুগ জিও’। তারপরই প্রথম সারির অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসতে থাকে। বরুণ ধাওয়ান, অনিল কাপুর, নিতু কাপুর এবং পরিচালক নিজেও করোনা আক্রান্ত হন। তবে ছবির ‘লিডিং লেডি’ কিয়ারা আদবানির করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)