‘অদ্ভুত লিরিক্স’, ‘মাত্রাছাড়া এক্সপ্রেশন’, নতুন গান রিলিজের পর ট্রোল্ড নেহা কক্কর
মাত্র তিন দিন আগেই মুক্তি পেয়েছে 'মরজানিয়া'। গানটির মিউজিক ভিডিয়োতে নেহার সঙ্গে এই প্রথমবার কাজ করেছেন বিগবস ১৪ বিজয়ী রুবিনা দিলায়েক এবং তাঁর স্বামী অভিনব শুক্লা।
সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হলেন গায়িকা নেহা কক্কর। তাঁর নতুন গান ‘মরজানিয়া’র লিরিক্স নিয়ে নেটিজেনদের একাংশের কট্টাক্ষের মুখে পড়লেন তিনি। এমনকি নেহার ফ্যানক্লাবগুলি থেকেও তাঁর চড়া এক্সপ্রেশন এবং গানের লিরিক্সের জন্য জমল ক্ষোভের পাহাড়।
মাত্র তিন দিন আগেই মুক্তি পেয়েছে ‘মরজানিয়া’। গানটির মিউজিক ভিডিয়োতে নেহার সঙ্গে এই প্রথমবার কাজ করেছেন বিগবস ১৪ বিজয়ী রুবিনা দিলায়েক এবং তাঁর স্বামী অভিনব শুক্লা। ইতিমধ্যেই ইউটিউবে গানটির ভিউজ প্রায় ২৩ লক্ষের কাছাকাছি হলেও সন্তুষ্ট নন ভক্তরা। তাঁদের প্রশ্ন, গানটির অধিকাংশ জুড়ে নেহা যে এক্সপ্রেশন দিয়েছেন তা লাগামছাড়া এবং অতিরঞ্জিত। এক নেটিজেন লিখেছেন, “নেহা আমি তোমার ভক্ত। কিন্তু এই গানের লিরিক্স বড্ড অদ্ভুত। এর পর থেকে গান বাছার ক্ষেত্রে দয়া করে নজর দিও।”
আর একজনের বক্তব্য, “জানিনা কেন এই গানটিতে তোমার গলার স্বর অত্যন্ত খারাপ লাগছে। মনে হচ্ছে দমেরও কষ্ট হচ্ছে। তোমাকে নিয়ে আমি সত্যিই খুব চিন্তিত ম্যাম। একে সমালোচনা ভেব না। তুমি ঠিক আছ তো?” তবে নেহার হয়েও কমেন্ট এসেছে অনেক। একদিকে নেহা কক্করের জনপ্রিয়তা অন্যদিকে রুবিনা-অভিনব জুটি, গানটি নিয়ে বিতর্ক হলেও সোশ্যাল মিডিয়ায় ভিউজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যদিও ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নেহা। মুখ খোলেননি রুবিনা এবং অভিনবও।
View this post on Instagram