‘ছিঃ, মা হয়ে স্ত্রীর মতো আচরণ!’ ভিডিয়ো দেখেই নিতুকে তুমুল তুলোধনা
আলিয়ার সঙ্গে কিন্তু নিতু সিংয়ের বেশ ভাল সম্পর্ক। নানা সময়ে বৌমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। ওদিকে আলিয়াও বারেবারেই বলেছেন, শাশুড়ি মা তাঁর বন্ধুর মতো।

চরম সমালোচনার মুখে নিতু কাপুর। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে হচ্ছে মারাত্মক ট্রোলিং। কী এমন করেছেন নিতু যে তাঁকে নিয়ে হচ্ছে এত আলোচনা। গতকাল অর্থাৎ শনিবার ছিল ‘অ্যানিম্যাল’ ছবির সাকসেস পার্টি। হাজির হয়েছিলেন ছবির সকল কলাকুশলী। সেখানেই স্ত্রী আলিয়া ভাট, মা নিতু কাপুর ও শ্বশুর মশাই মহেশ ভাটকে সঙ্গে নিয়ে হাজির হল রণবীর কাপুর। আর সেখানেই দেখা যায়, রণবীরের হাত ধরে দাঁড়িয়ে আছেন মা। এত অবধি ঠিকই ছিল, তবে ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজেনদের দাবি, আলিয়া রণবীরের কাছে আসতে গেলে নিতু এগিয়ে দাঁড়ান। শুধু কি তাই? মহেশ ভাট এক পর্যায়ে চেষ্টা করেন আলিয়াকে রণবীরের পাশে দাঁড় করাতে, কিন্তু নিতু যে পাশে জায়গা ছাড়েনই না। বাধ্য হয়েই আর এক পাশে দাঁড়ান আলিয়া। এক পর্যায়ে রণবীর নিজেই আলিয়াকে বলেন, “আমার হাতটা ধর”। আলিয়া এসে হাত ধরতেই নিতুর মুখের অভিব্যক্তি ভাল লাগেনি রালিয়া ভক্তদের। এর পর থেকেই শুরু হয়েছে ব্যাপক তুলোধনা।
View this post on Instagram
একজন লেখেন, “এই মহিলা এরকম ক্যানো! স্ত্রীর মতো আচরণ করার কী মানে? ছেলেকে কাছছাড়া করতেই চাইছেন না কিছুতেই । কী এগুলো? দেখেই তো খারাপ লাগছে।” আর একজন লেখেন, “আলিয়ার জন্য মাঝেমধ্যে খারাপ লাগে নিতু সিংয়ের হাবভাব একেবারেই ঠিক নয়। যেভাবে তিনি ব্যবহার করে থাকেন, সত্যি নেওয়া যায় না। মাঝে ঢোকার তো কোনও প্রয়োজন নেই।”
যে যাই বলুন না কেন, আলিয়ার সঙ্গে কিন্তু নিতু সিংয়ের বেশ ভাল সম্পর্ক। নানা সময়ে বৌমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। ওদিকে আলিয়াও বারেবারেই বলেছেন, শাশুড়ি মা তাঁর বন্ধুর মতো। এমনকি ভিডিয়োতেও একবারের জন্যও শাশুড়ির উপর অসন্তুষ্ট হতে দেখা যায়নি তাঁকে। তিনি যেন ছিলেন স্বামীর গর্বে গরবিনী। গোটা দেশ জুড়ে সন্দীপ রেড্ডি ভাংগার এই ছবি যেভাবে পারফর্ম করেছে তাতে রণবীর তো বটেই, তিনিও যে বেশ আনন্দিত চোখেমুখে ফুটে উঠছিল সেই অভিব্যক্তি।





