Sushmita Sen: ভেঙে গেল প্রেম, রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা সুস্মিতা সেনের

বিগত বেশ কিছু দিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল বর্তমানে রহমান থাকছেন তাঁর এক বন্ধুর বাড়িতে। তবে সে সব যে কেবল গুঞ্জন নয় সে খবরেই মান্যতা দিলেন সুস্মিতা।

Sushmita Sen:  ভেঙে গেল প্রেম, রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা সুস্মিতা সেনের
প্রেমিক রহমান শল আর প্রেমিক নন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 6:09 PM

আর গুঞ্জন নয়, আর আলোচনাও নয়। নিজের মুখেই স্বীকার করে নিলেন সুস্মিতা, জানিয়ে দিলেন প্রেমিক রহমান শল আর প্রেমিক নন। তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাঁরা ‘ বন্ধু রয়েছেন’। রয়েছে ‘ভালবাসাও’। দাবি প্রাক্তন মিস ইউনিভার্সের।

বিগত বেশ কিছু দিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল বর্তমানে রহমান থাকছেন তাঁর এক বন্ধুর বাড়িতে। তবে সে সব যে কেবল গুঞ্জন নয় সে খবরেই মান্যতা দিলেন সুস্মিতা। রহমানের সঙ্গে এক ছবি শেয়ার করে এ দিন বিকেলেই তিনি লেখেন, “বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধু রয়েছি। সম্পর্ক বহুদিন আগেই শেষ হয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে। আর জল্পনা নয়। তোমাদের ভালবাসি।”

প্রসঙ্গত, এই বছরের শুরুতেও রহমান ও সুস্মিতার ব্রেকআপের গুঞ্জনে আরও একবার উত্তাল হয়েছিল বলিপাড়া। সুস্মিতা অর্থহীন সম্পর্ক নিয়ে একটি পোস্ট করেন আর তার পর থেকেই শুরু হয় গুঞ্জন। যদিও এর পরেও হাতে হাত রেখে একসঙ্গে তাঁদের ঘুরে বেড়ানোর ছবি সেই ব্রেকআপের গুঞ্জন ধামাচাপা দিয়ে দেয়। তবে এবারের পরিস্থিতি আগের বারের থেকে আলাদা, ব্রেকআপ হয়েছে, জানাচ্ছেন সুস্মিতাই।

বিগত বেশ কিছু ধরে একসঙ্গে ছিলেন সুস্মিতা ও রহমান। রহমান মডেল ও সুস্মিতার তুলনায় কম প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সুস্মিতাকে মেসেজ করেছিলেন রহমানই। ভুলবশত তাঁর বন্ধুত্ব গ্রহণ করে ফেলেন সুস্মিতা। এর পর থেকেই শুরু হয় কথাবার্তা। সেখান থেকে কফি ডেট, প্রেম। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও রহমানের সম্পর্ক বেশ ভালই। ইনস্টাগ্রামেও তাঁদের একসঙ্গে বহু পোস্ট। যে মুহূর্তে সুস্মিতা ভক্তরা তাঁদের বিয়ের ঘোষণা শোনার জন্য আগ্রহী, ঠিক সেই মুহূর্তেই এমন এক খবরে মন খারাপ তাঁদের।