Masaba Gupta: ‘৮৩’তে বাবার খেলা দেখতে পারিনি, এখনও দুঃখ হয়: মাসাবা গুপ্তা
'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজ়ে নিজের জীবনকে তুলে ধরেছিলেন মাসাবা ও নীনা। প্রথম সিজ়ন এত জনপ্রিয় হয়, যে দ্বিতীয় সিজ়নও তৈরি হয় সিরিজ়ের।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের জীবনের অন্যতম আক্ষেপের কথা শেয়ার করেছেন মাসাবা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট তারকা ভিভ রিচার্ডস ও ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা তিনি। বাবা-মায়ের ‘লাভ চাইল্ড’ মাসাবা। তেমনটাই বলেন মা নীনা। বিয়ে না করে সন্তানকে জন্ম দিয়েছিলেন নীনা। একাই বড় করেছেন মাসাবাকে। ভিভের কন্যাকে আক্ষেপ করার কোনও জায়গাই দেননি নীনা। তবুও ১৯৮৩-এর বিশ্বকাপ ফাইনালে বাবার খেলা ম্যাচ না দেখতে পারার আক্ষেপ শেয়ার করেছেন মাসাবা।
ইনস্টাগ্রাম স্টোরিতেই মাসাবা বলেছেন, ১৯৮৩ সালের ৬ বছর পর তাঁর জন্ম হয়। দু’বারের চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক ম্যাচ না দেখতে পাওয়ার দুঃখ আজ পর্যন্ত মনের মধ্যেই চেপে রেখেছেন মাসাবা। শেয়ার করেছেন ম্যাচের কিছু দৃশ্যও।
২৪ ডিসেম্বরেই মুক্তি পায় ‘৮৩’ ছবিটি। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর সেদিনই ইনস্টাগ্রামে মাসাবা ব্যক্ত করেছেন তাঁর মনের কথা। বলেছেন, “‘৮৩’ ছবিটি আমাকে গুজ়বাম্পস দিচ্ছে। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে চাই। আর অপেক্ষা করতে পারছি না। আমার মাও এই ছবির অংশ। নীনা গুপ্তা তোমাকে অনেক অভিনন্দন।”
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় অধিনায়ক ছিলেন কপিল দেব। ‘৮৩’ ছবিতে কপিলের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন রিয়েল জীবনের স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা ছবির অন্যতম প্রযোজকও। ছবির পরিচালক কবীর খান।
ছবি মুক্তির আগে মুম্বইয়ে বড়সড় প্রিমিয়ারের আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানে এসেছিলেন রিল ও রিয়েল জীবনের তারকারা। এসেছিল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রাও।
‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজ়ে নিজের জীবনকে তুলে ধরেছিলেন মাসাবা ও নীনা। প্রথম সিজ়ন এত জনপ্রিয় হয়, যে দ্বিতীয় সিজ়নও তৈরি হয় সিরিজ়ের।
আরও পড়ুন: New Bengali Song: সরস্বতী পুজোর আগেই প্রকাশ্যে প্রেমের গান ‘তোকে পাব বলে’