ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার হয়ে আসছেন অজয়, প্রকাশ্যে আগমনের তারিখ
মঙ্গলবার এক টুইটের মাধ্যমে অজয় দেবগণ জানিয়েছেন অগস্টের ১৩ তারিখ মুক্তি পাবে ছবিটি। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের পটভূমিকায় নির্মিত হয়েছে ছবিটি।
২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতির জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিনেমাহল। ২০২০-শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আসতে আসতে খুলতে শুরু করেছিল প্রেক্ষাগৃহ। কিন্তু আবারও সেই একই চিত্র। করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ সিনেমাহল। তাই অজয় দেবগণ এবং সোনাক্ষী সিনহার বহু প্রতীক্ষিত ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ মুক্তি পাচ্ছে ওটিটিতে। প্রকাশ্যে এল মুক্তির তারিখ।
মঙ্গলবার এক টুইটের মাধ্যমে অজয় দেবগণ জানিয়েছেন অগস্টের ১৩ তারিখ মুক্তি পাবে ছবিটি। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের পটভূমিকায় নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে অজয়ের ভূমিকা একজন স্কোয়াড্রন লিডারের। নাম বিজয় কারনিক। বাস্তবেও যিনি ছিলেন ভূজ এয়ারবেসের দায়িত্বে। দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুভাস এ ছবিতে বলিউডে অভিষেক করতে চলেছেন। ছবিতে রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt), শরদ কেলকার (Sharad Kelkar) যোগ দেবেন শুটিং ফ্লোরে। ছবিতে রয়েছেন, ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং নোরা ফতেহি (Nora Fatehi)।
1971. THE GREATEST BATTLE EVER FOUGHT.#BhujThePrideOfIndia releasing on 13th August only on @DisneyplusHSVIP.#DisneyPlusHotstarMultiplex@duttsanjay #SonakshiSinha @AmmyVirk #NoraFatehi @SharadK7 @pranitasubhash @ihanaofficial @AbhishekDudhai6 #BhushanKumar @TSeries pic.twitter.com/Wp7npQ12fq
— Ajay Devgn (@ajaydevgn) July 6, 2021
ছবির যুদ্ধের সিক্যুয়েন্স গত বছর শুট করা হয়েছিল। শেষ মুহূর্তের শুট পর্ব শুরু হয়েছিল কিছুদিন আগেই। সূত্রের খবর, ছবি প্রায় তৈরি। বাকি রয়েছে পোস্ট প্রোডাকশনের কিছু কাজ। শেষ শুটিং শিডিউল করা হয়েছিল মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। আর মাত্র কয়েক দিন। ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার হয়ে আসছেন অজয়।
আরও পড়ুন-হাসপাতালে ভর্তি ‘কোকিলাবেন’ রূপল পটেল, কেমন আছেন তিনি?