Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: ‘হেলেন কখনও পরিবারটাকে…’, বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সব সত্যি জানালেন আরবাজ

Bolly Gossip: হেলেন-- বলিউডের আইটেম গার্ল। যদিও 'আইটেম' শব্দে ঘোর আপত্তি তাঁর। জীবনের রঙ্গমঞ্চে পেয়েছেন 'ঘরভাঙানি' তকমা।

Bolly Gossip: 'হেলেন কখনও পরিবারটাকে...', বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সব সত্যি জানালেন আরবাজ
হেলেনের 'আসল রূপ' নিয়ে অকপট আরবাজ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 3:56 PM

হেলেন– বলিউডের আইটেম গার্ল। যদিও ‘আইটেম’ শব্দে ঘোর আপত্তি তাঁর। জীবনের রঙ্গমঞ্চে পেয়েছেন ‘ঘরভাঙানি’ তকমা। সেলিম খানের সঙ্গে যখন প্রেম হয় তাঁর সে সময় সেলিম বিবাহিত। রয়েছে সন্তানও। যখন সেলিম ও হেলেন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন বলিউডে গসিপ কিছু কম হয়নি। এখানেই শেষ নয়, সেলিমের স্ত্রী সালমা অর্থাৎ সলমন-আরবাজের মা বিচ্ছেদ চাননি সেলিমের সঙ্গে। এমতাবস্থায় বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোন অবস্থায় পড়তে হয়েছিল সেলিম সন্তানদের? মুখ খুললেন আরবাজ খান।

তাঁর কথায়, যখন সেলিম হেলেনকে বিয়ে করেন তিনি কখনও চাননি তাঁর পরিবার ও তাঁর সন্তানদের নতুন মা হিসেবে দায়িত্ব নিয়ে নেবেন হেলেন। আরবাজের কথায়, “আমার বাবা হেলেন আন্টিকে আমাদের উপর চাপিয়ে দেননি। তিনি জানতেন, সন্তানদের তাঁদের মা’কে চাই। হেলেন আন্টিও কখনওই বাবার থেকে আমাদের আলাদা করার চেষ্টা করেননি। তিনি খুশি ছিলেন এটা ভেবেই জীবনে এমন কেউ আছেন যিনি তাঁর পাশে থাকবেন।” আর আরবাজ-সলমনের মা সালমা খান? স্বামী আবার বিয়ে করেছেন, এই কঠিন সত্যি কি অনায়াসে মেনে নিতে পেরেছিলেন তিনি?

আরবাজের কথায়, “মায়ের জন্য ব্যাপারটা মোটেও সহজ ছিল না। কিন্তু তাও তিনি মেনে নিয়েছিলেন সবটাই। তখন আমরা ছোট। তাঁদের প্রত্যেকের ব্যক্তিগত লড়াইটা কাছ থেকে দেখেছি। কিন্তু এখন কেউই কাউকে ছাড়া থাকতে পারেন না।” সেলিম ও সালমার চার সন্তান রয়েছে। এঁরা হলেন সলমন খান, আরবাজ খান, সোহেল খান ও আলভিরা অগ্নিহোত্রী। অন্যদিকে হেলেন ও সেলিম নিঃসন্তান। যদিও সলমনদেরই নিজের সন্তানের মতোই ভালবাসেন হেলেন।