Money Heist: মানি হাইস্টের ‘দেশি ভার্সন’ আসছে, প্রফেসরের চরিত্রে কোন বলি অভিনেতা?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Nov 13, 2021 | 3:57 PM

প্রসঙ্গত, মানি হাইস্ট-এর শেষ সিজনের প্রথম পর্বের উত্তেজনা শেষ হয়েছে। এতদিনে দেখেও ফেলেছেন অধিকাংশ দর্শক। এ বার অপেক্ষা দ্বিতীয় পর্বের। যা মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Money Heist: মানি হাইস্টের 'দেশি ভার্সন' আসছে, প্রফেসরের চরিত্রে কোন বলি অভিনেতা?
মানি হাইস্ট।

স্প্যানিশ ক্রাইম ড্রামা মানি হাইস্টের বিশ্বব্যাপী জনপ্রিয়তা আকাশছোঁয়া। বলিউডে যে তার রিমেক হতে চলেছে এ খবর আগেই পৌঁছেছিল দর্শকের কাছে। পরিচালকের ভূমিকায় থাকবেন আব্বাস-মস্তান। শোনা গিয়েছিল, কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রফেসরের চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখ খানকে। তবে সম্প্রতি সূত্র বলছে, শাহরুখ নয়, প্রফেসর নাকি হতে চলেছেন এই ফিটনেস ফ্রিক অভিনেতা।

সূত্র বলছে, অর্জুন রামপালকেই নাকি দেখা যাবে প্রফেসরের চরিত্রে। তবে সিরিজ আকারে নয়। পরিচালকের ইচ্ছানুসারে ছবির আকারেই মুক্তি পাবে। নাম নাকি ঠিক করা হয়েছে, ‘থ্রি মাঙ্কিস’। মুক্তি পাওয়ার দিনও নাকি ঠিক হয়েছে। আগামী বছরের মাঝামাঝি নাকি মুক্তি পেতে পারে মানি হাইস্টের বলিউডি ভার্সন। তবে এ সবই সূত্রের খবর, পরিচালক দ্বয় এখনও এ ব্যাপারে মুখ খোলেননি।
বলিউডে সুপারহিট ছবি এর আগে বহুবার উপহার দিয়েছেন তাঁরা। এর মধ্যে ‘আজনবি’, ‘সোলজার’, ‘বাজিগর’ রয়েছে। তাঁদের প্রবরতি ছবি পেন্টহাউজেও দেখা যাবে অর্জুনকে। থাকবেন ববি দেওয়লও।

প্রসঙ্গত, মানি হাইস্ট-এর শেষ সিজনের প্রথম পর্বের উত্তেজনা শেষ হয়েছে। এতদিনে দেখেও ফেলেছেন অধিকাংশ দর্শক। এ বার অপেক্ষা দ্বিতীয় পর্বের। যা মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগে পার্ট ফাইভ ভলিউম ২-এর ট্রেলারও চলে এসেছে। পঞ্চম তথা শেষ সিজনের ভলিউম- ২ এর ট্রেলারে দেখা যাচ্ছে নানা চমক। জনগণের সামনে আসতে চলেছেন প্রফেসর। অ্যালিসিয়া ইতিমধ্যেই খুঁজে বার করেছে প্রফেসরের ঠিকানা এবং বার বার আঘাত করেছে প্রফেসরের ওপর। তবে শেষ অবধি কন্যা সন্তানের জন্ম দিয়ে হয়তো মন গলে গেছে তাঁর। তবে জানা যায়নি প্রফেসর কীভাবে বের করে আনবে তাঁর সাথীদের।

এর আগে গত অক্টোবরে মাসে প্রকাশ পেয়েছে পঞ্চম তথা শেষ সিজনের দ্বিতীয় পর্বের টিজার। টিজারে দেখা গিয়েছিল প্রফেসরের চরিত্রটি বলছেন, “শেষ কয়েক ঘণ্টায় আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষকে হারিয়েছি। এই হাইস্টের জন্য আমি আর কাউকে হারাতে পারব না।”

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। পঞ্চম সিজনের প্রথম পর্বে‌ সেই ভিউয়ারের সংখ্যা পৌঁছেছে ৬৯ মিলিয়নে। এত জনপ্রিয় সিরিজের দেশি ভার্সন কতটা জনপ্রিয় হবে সেটাই দেখার।

 

আরও পড়ুন- Katrina-Vicky: ৭০০ বছরের পুরনো কেল্লায় বিয়ে ভিকি-ক্যাটরিনার, ঘুরে দেখুন তার অন্দরমহল

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla