Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ekta Kapoor: সিরিজ়ে আপত্তিকর দৃশ্যে বিপত্তি, গ্রেফতারি পরোওয়ানা জারি একতা কাপুরের

Legal Issue: প্রথম শোনা যায় যে বেশকিছু দৃশ্য এই সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে শেষ রক্ষা হল না। এবার সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি। 

Ekta Kapoor: সিরিজ়ে আপত্তিকর দৃশ্যে বিপত্তি, গ্রেফতারি পরোওয়ানা জারি একতা কাপুরের
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2022 | 7:44 AM

‘XXX’ সিজন-২ ঘিরে বেশ কিছু বছর ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন একটা কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাঁর এই সিরিজ় ঘিরে ছড়িয়ে থাকা নানা দৃশ্য। ২০২০ সালে প্রথম এই সিজ়ন নিয়ে অভিযোগ ওঠে। এক সৈন্যের পরিবারকে নিয়ে এ কেমন দৃশ্য! প্রশ্ন উঠেছিল নেটপাড়ায়। শম্ভু কুমার নামে এক সেনা ২০২০ সালে অভিযোগ করেছিলেন যে সিরিজ ‘XXX’ সিজন-২ এক সৈনিকের স্ত্রী সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা তাঁদের ভাবাবেগে আঘাত হানে। এতে সেনার পোশাকেরও অপমান করা হয়। তখনই প্রথম শোনা যায় যে বেশকিছু দৃশ্য এই সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে শেষ রক্ষা হল না। এবার সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি।

বিহারের বেগুসরাইয়ের এক  আদালত বুধবার চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে  সৈন্যদের অবমাননা এবং তাঁদের পরিবারের সদস্যদের আবেগে আঘাত করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিচারক বিকাশ কুমারের আদালত শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনা এবং বেগুসরাইয়ের বাসিন্দার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ওয়ারেন্ট জারি করা হয়। ওয়েব সিরিজটি একতা কাপুরের ওটিটি প্ল্যাটফর্ম ALTBalaji তে মুক্তি পেয়েছিল।

শম্ভু কুমারের আইনজীবী হৃষিকেশ পাঠক এদিন জানান, ” সিরিজটি ALTBalaji-তে মুক্তি পেয়েছিল। একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেডের এটি OTT প্ল্যাটফর্ম। তাঁর মা শোভা কাপুরও বালাজি টেলিফিল্মসের সঙ্গে যুক্ত” ৷ তিনি আরও জানান, “আদালত তাঁদের নামে সমন জারি করেছিল এবং বিষয়টি নিয়ে তাঁদের হাজিরা দিতে বলেছিল। তাঁরা অবশ্য আদালতকে জানিয়েছিলেন যে আপত্তির পরে সিরিজের কিছু দৃশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আদৌ তাঁরা তা করেননি। যার ফলে এই পদক্ষেপ।”