রাকেশের জন্য চরম আত্মত্যাগ, পরিবারের পাঠানো চিঠি ছিঁড়ে ফেললেন শমিতা

কঠিন মুহূর্তে যখন শমিতা ও রাকেশ দিশেহারা, ঠিক সেই সময়ই পরিবারের তরফে পাঠানো চিঠি ছিঁড়ে ফেলেন শমিতা। এখানেই শেষ নয়, নিজেকেও মনোনীত করেন শমিতা।

রাকেশের জন্য চরম আত্মত্যাগ, পরিবারের পাঠানো চিঠি ছিঁড়ে ফেললেন শমিতা
শমিতা-রাকেশ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 7:35 PM

এ এক চরম আত্মত্যাগ! বিগবস হাউজে শমিতা শেট্টি আর রাকেশ বাপ্তের মধ্যে যা ঘটে গেল তা এখনও বিশ্বাস করতে পারছেন না নেটিজেন। রাকেশের জন্য নিজেকে বাতিল হওয়ার দৌড়ে মনোনীত করলেন শমিতা। এখানেই শেষ নয়, পরিবারের পাঠানো চিঠিও ছিঁড়ে ফেলে দিলেন তিনি।

বিগবসের ঘরে রাকেশ ও শমিতা এই মুহূর্তে একে অন্যের ‘কানেকশন’ । বিগবসের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল রাকেশ ও শমিতা মধ্যে কেউ একজন বাতিল হওয়ায় মনোনীত হবেন। যে সুরক্ষিত থাকবেন তিনি পরিবারের তরফে পাঠানো চিঠি পড়ার সুযোগ পাবেন। যিনি মনোনীত হবেন তিনি শুধু যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে থাকবেন তা নয় পরিবারের তরফে পাঠানো চিঠিও পড়ার সুযোগ হারাবেন তিনি।

এই কঠিন মুহূর্তে যখন শমিতা ও রাকেশ দিশেহারা, ঠিক সেই সময়ই পরিবারের তরফে পাঠানো চিঠি ছিঁড়ে ফেলেন শমিতা। এখানেই শেষ নয়, নিজেকেও মনোনীত করেন শমিতা। অবাক হয়ে যান রাকেশ। কেঁদে ফেলেন তিনি। কেঁদে ফেলেন শমিতাও। রাকেশকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, আজ তিনি এই কাজ করলেন পরবর্তীতে রাকেশ করবেন। বাথরুমে নিজেকে বন্দি করে শমিতা যখন কাঁদছেন বাইরে দাঁড়িয়ে রাকেশেরও চোখ ছলছল। তিনি বেরিয়ে আসতেই শমিতাকে জড়িয়ে ধরে চুমু খান রাকেশ। নেটিজেনরাও আপ্লুত। শুধু বন্ধুত্ব নয়, চুপিসারে ওঁদের দুজনের মধ্যে গড়ে উঠেছে এক অন্য সম্পর্ক, খানিক অজান্তেই… এ ব্যাপারে নিশ্চিত তাঁরা।

রাকেশ বাপটা এবং শমিতা শেট্টির সম্পর্ক যে প্রেমের দিকে বাঁক নিয়েছে, তা চোখ এড়িয়ে যায়নি সঞ্চালক করণ জোহরের। সদ্য প্রকাশিত একটি প্রোমোতে দেখা গিয়েছিল, শমিতা খাবার খাচ্ছেন। রাকেশ মাইক্রোওয়েভে খাবার গরম করছেন। শমিতা তাঁকে নির্দেশ দেন, বেশি গরম যাতে না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখতে। রাকেশ জানতে চান, আর কিছু করতে হবে? সামান্য দু-এক কথার পর শমিতা বলেন, এখনই আমাকে এসে চুমু দিয়ে যাও। রাকেশ সেই নির্দেশ পালন করেন।

বিগ বস-এর ঘরে এসে শমিতা বলেছিলেন, আমার পরিবারের এক কঠিন সময়ে আমি এই শোয়ে এসেছি। যত দিন এগোচ্ছে, বিগ বসের বাড়ি যেন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। লাইমলাইটে থাকছেন শমিতা। বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” তিনি আরও বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেকদিন আগেই পেয়েছিলাম। আমি ওদের বলেওছিলাম রিয়ালিটি শো’য়ে অংশ হতে চাই। কিন্তু তারপর কত কিছুই না হয়ে গেল। ভেবেছিলাম বিগ বসের ঘরে আর আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি, তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” কিন্তু পরিবারের এই অবস্থাতেও রাকেশের জন্য এত বড় স্বার্থত্যাগে অবাক নেটিজেনরা।