Kenny Sebastian Marriage: বিদেশি ডাক্তারকে বিয়ে করলেন কমেডিয়ান কেনি সেবাস্তিয়ান
স্ট্যান্ডআপ কমিডিয়ান ছাড়াও কেনি একজন সঙ্গীত শিল্পী ও ছবি নির্মাতা। ইউটিউবে জনপ্রিয়তা নিয়ে যখন মানুষ অনেক কম জানতেন, সেই সময় চ্যানেল তৈরি করেছিলেন কেনি। তাঁর কনটেন্ট ছিল কমেডি। মানুষকে হাসানোই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। ২০০৮ সাল থেকেই ইউটিউবে কেনির ভিউজ় ছিল ১৫২ মিলিয়ন।
স্ট্যান্ড আপ কমিডিয়ান কেনি সেবাস্তিয়ানের বিয়ে। বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক ট্রেসি অ্যালিসনকে। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের নিকট আত্মীয় ও প্রিয়জনেরাই। হিন্দি ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেছেন কেনি এবং অ্যালিসন। ট্রেসি একজন ডাক্তার। তিনি একজন দন্তচিকিৎসক। কেনির সঙ্গে অনেকদিনের সম্পর্ক তাঁর। ২০২২ সালেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের বিয়ের নানা ফটো ও ভিডিয়োয় ছয়লাপ নেট জগৎ। কমেডিয়ান আকাশ গুপ্ত একটি ফটোতে লিখেছেন, “মিস্টার হ্যান্ডসম সেবাস্তিয়ান।” গোয়ায় যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন কেনি ও ট্রেসি। সে ছিল এক স্বপ্নের বিয়ে। স্বপ্নের রং ছিল সাদা। সঙ্গী ছিলেন পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব।
গোয়ায় এক গির্জায় বিয়ে সেরে বেরিয়ে আসেন কেনি-ট্রেসি। হাতে হাত ধরে। ঠিক যেন স্বপ্নের মতো। হার্ট ইমোজি এঁকে অভিনেতা কুমার বরুণ লিখেছেন, “কেন ও ট্রেসি”। একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন কেনি। বিয়েতে নাচের ছবি থেকে শুরু করে কেক কাটার ছবি সবই শেয়ার করেছেন কেনি। কেবল কেনি নন, ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন আমন্ত্রিতরাও।
View this post on Instagram
স্ট্যান্ডআপ কমিডিয়ান ছাড়াও কেনি একজন সঙ্গীত শিল্পী ও ছবি নির্মাতা। ইউটিউবে জনপ্রিয়তা নিয়ে যখন মানুষ অনেক কম জানতেন, সেই সময় চ্যানেল তৈরি করেছিলেন কেনি। তাঁর কনটেন্ট ছিল কমেডি। মানুষকে হাসানোই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। ২০০৮ সাল থেকেই ইউটিউবে কেনির ভিউজ় ছিল ১৫২ মিলিয়ন।
কমেডি শো করতে সারা বিশ্ব ঘুরেছেন কেনি। গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আরব দেশে, অস্ট্রেলিয়ায়। অ্যামাজ়ন প্রাইমের জন্য কমেডি স্পেশ্যাল তৈরি করেছিলেন কেনি। সেই শোয়ের প্রযোজক ছিলেন তিনি। মূলত ইংরেজিতেই পারফর্ম করেন কেনি। মাঝেমধ্যে হিন্দিতেও স্কিট করতে দেখা গিয়েছে তাঁকে। কমেডি নির্ভর রিয়্যালিটি শো ‘কমিস্তান’-এর বিচারক ছিলেন কেনি।
আরও পড়ুন: Indrani Dutta on Birju Maharaj: ‘দিল্লি মে আ যাও’, ইন্দ্রাণীকে বলেছিলেন বিরজু মহারাজ