Devoleena Bhattacharjee: বাইরে প্রেমিক থাকা সত্ত্বেও বিগবসে প্রতীকের জন্য ‘অনুভূতি’, প্রশ্নের মুখ দেবলীনা
বিগবসের এই সিজনে ওয়াইল্ড কার্ড হয়ে এসেছেন দেবলীনা। আর আসার পরেই শো'র অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপালকে ভাল লাগতে শুরু করে তাঁর। প্রতীককে ডেকে সরাসরি সে কথা বলেও দেন দেবলীনা।
প্রেমে পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন প্রতীক সহজপালের জন্য তাঁর বিশেষ অনুভূতির কথা। সম্পর্কে যেতে চান না সে কথাও জানিয়েছেন অকপটে। কিন্তু তাঁকে ঘিরে উঠছে নানা প্রশ্ন।
বিগবসের এই সিজনে ওয়াইল্ড কার্ড হয়ে এসেছেন দেবলীনা। আর আসার পরেই শো’র অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপালকে ভাল লাগতে শুরু করে তাঁর। প্রতীককে ডেকে সরাসরি সে কথা বলেও দেন দেবলীনা। কথাতেই তো বলে, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’। বিগবসের ঘরের বাইরে তিনি যে সম্পর্কে রয়েছেন সে কথাও লুকিয়ে যাননি দেবলীনা। জানিয়ে দিয়েছেন, প্রতীকের সঙ্গে প্রেম, ভালবাসায় যেতে তিনি আগ্রহী নন। কিন্তু মন যে বড় দায়, তাঁকে বশে রাখার সাধ্য কার?
দেবলীনার প্রতীকের প্রতি এই প্রেমের খবর প্রকাশ্যে আসতেই অবশ্য শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রতীকের প্রতি তাঁর এই ঘনিষ্ঠতা কি প্রেমিকের সঙ্গে তঞ্চকতা নয়? যদিও দেবলীনার পাশে দাঁড়িয়ে তাঁর ভক্তদের বক্তব্য, “অনুভূতি আসা তো অস্বাভাবিক নয়। কোথায় থামতে হবে সে মাত্রাজ্ঞান দেবলীনার রয়েছে।” অন্যদিকে দেবলীনার মনের কথা জানতে পারে খুশি প্রতীকও। তাঁর লজ্জা রাঙা মুখের ছবি ধরা পড়েছে বিগবসের সিসিটিভিতেও। তা দেখে নেটিজেনদের রসিকতা, “কমিটেড বা বিবাহিত মেয়েরাই কি কেন সব সময় প্রেমে পড়ে প্রতীকের”? প্রসঙ্গত, বিগবস ওটিটিতেও অংশ নিয়েছিলেন প্রতীক। সেখানে গায়িকা নেহা ভাসিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল জোর চর্চায়। নেহা ছিলেন বিবাহিত। প্রতীকের সঙ্গে তাঁর এই গদগদ সম্পর্ক রোজ দেখেছেন তাঁর স্বামী সমীরুদ্দিন। তা নিয়ে মুখও খুলেছিলেন তিনি।
নেহা এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বাড়িতে সব ঠিক আছে। তাঁর কথায়, “সবাই আমার জীবন নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। আমার মা খুব খুশি যে আমি ওই শো’য়ে শেষ অবধি ছিলাম না। আমার মা কোনওদিন চায়নি আমি বিগবসে যাই।” তিনি আরও যোগ করেন, “আমার স্বামী ঠিক আছে। কিছু প্রাক্তন বিগবস প্রতিযোগী ও নেটিজেন এমন ভাবে ট্রোল করেছেন আমার মনে হয় এসব ঠিক নয়, অনৈতিক।”
বিগবস ওটিটিতে ওঁরা থাকাকালীন এসেছিলেন প্রতীকের বোন প্রেরণা। প্রতীককে নেহার সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেন তিনি। প্রেরণাকে বলতে শোনা যায়, “সবের একটা সীমা থাকে। তোমাকে সেটা বুঝতে হবে। সব কিছুর একটা বাউন্ডার লাইন থাকে। যারা বাইরে বসে দেখছে সবটা তাঁদের কেমন লাগছে বল তো…”? তবে সে সব রখন অতীত, দেবলীনা ও প্রতীকের সম্পর্ক কোনদিকে এগোয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- Dibyojyoti Dutta: ‘আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে…’, নতুন বছরেই সুখবর দিতে চলেছেন দিব্যজ্যোতি