Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma’s Brother: বছর শুরুতেই বড় সারপ্রাইজ, অনুষ্কা শর্মার দাদার সঙ্গে প্রেম করছেন এই নায়িকা!

Anushka Sharma's Brother: ২০২৩ শুরু হয়েছে। আর বছরের শুরুতেই মেগা সারপ্রাইজ। অনুষ্কা শর্মার দাদার সঙ্গে প্রেমের কথা যেন স্বীকারই করে নিলেন বি-টাউনের মিষ্টি নায়িকা

Anushka Sharma's Brother: বছর শুরুতেই বড় সারপ্রাইজ, অনুষ্কা শর্মার দাদার সঙ্গে প্রেম করছেন এই নায়িকা!
দাদার সঙ্গে অনুষ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 1:39 PM

২০২৩ শুরু হয়েছে। আর বছরের শুরুতেই মেগা সারপ্রাইজ। অনুষ্কা শর্মার দাদার সঙ্গে প্রেমের কথা যেন স্বীকারই করে নিলেন বি-টাউনের মিষ্টি নায়িকা তৃপ্তি দামরি। অনুষ্কার ভাই কর্ণেশ পেশায় প্রযোজক। আর তৃপ্তি জনপ্রিয় হয়েছেন নেটফ্লিক্স অরিজিনালস ‘বুলবুল’ -এর নামভূমিকায় অভিনয় করে। সম্প্রতি ইরফান খানের ছেলে বাবিল খানের সঙ্গে তাঁর সিরিজ ‘কালা’ও মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। কর্ণেশের সঙ্গে এক রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন তৃপ্তি। শেয়ার ঠিক করেননি, করেছেন রি-পোস্ট। কর্ণেশের প্রযোজনা সংস্থার সহকারী প্রযোজক সৌরভ মালহোত্র কর্ণেশ ও তৃপ্তির একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছিল কর্ণেশকে জড়িয়ে রয়েছেন তৃপ্তি। কর্ণেশও চুমু এঁকে দিচ্ছেন তাঁর গালে। ওই ছবি নিজের অ্যাকাউন্ট থেকে পুনরায় পোস্ট করেছেন তৃপ্তি। তাতে লেখা ‘আমার ভালবাসা’। নেটিজেনরাও দুইয়ে দুইয়ে করেছেন চার। শর্মা পরিবারের স্বাগত জানিয়েছেন অভিনেত্রীকে। মূলত ‘বুলবুল’ -এর মধ্যে দিয়েই তৃপ্তি পরিচিতি লাভ করেছিলেন। তাঁর অভিনয় সকলের মন কেড়েছিল।

ওই ছবিতে অভিনয় করেছিলেন ই পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দামসহ অনেকেই। ওই ছবির প্রযোজকও ছিলেন কর্ণেশ। তখন থেকেই তৃপ্তির সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। দুজনের কেউই সে সময় মুখ খোলেননি। প্রেম নিয়ে একটি বাক্যও খরচ করেননি তাঁরা। তবে ২০২৩-এর আর রাখঢাক নয়, প্রেম এক প্রকাশ্যেই, অন্তত ছবি বলছে তেমনটাই।

এই মুহূর্তে হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে তৃপ্তির। অন্যদিকে অনুষ্কাও ব্যস্ত, এই মুহূর্তে যদিও তিনি বিরাটের সঙ্গে দুবাইয়ের ছুটি কাটাচ্ছেন, তবে ফিরে এসেই হাতে রয়েছে একগুচ্ছ কাজ। কিছুদিন আগেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংয়ে এসেছিলেন তিনি। খাওয়াদাওয়া করেছিলেন প্রচুর। অন্যদিকে দাদার প্রেমও চলছে চুটিয়ে। কবে তাঁরা বিয়ে করেন, এখন সেটাই দেখার।

এই সেই ছবি যা নিয়ে হচ্ছে আলোচনা।