Karan Johar: আমার বেবির বেবি হচ্ছে শুনে কান্নায় ভেঙে পড়েছিলাম: করণ জোহর

Karan Johar: শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন করণ জোহর।

Karan Johar: আমার বেবির বেবি হচ্ছে শুনে কান্নায় ভেঙে পড়েছিলাম: করণ জোহর
করণ জোহর
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 05, 2022 | 10:28 PM

মা হচ্ছেন আলিয়া ভাট। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে কিছু দিন আগেই সে কথা খোদ শেয়ার করেছিলেন আলিয়া। ‘মেয়ে’ আলিয়া মা হচ্ছেন শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন করণ জোহর। ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানালেন আলিয়ার প্রেগন্যান্সির কথা জানার প্রথম অভিজ্ঞতা।

আলিয়াকে শো-বিজের সঙ্গে আলাপ করিয়েছিলেন তিনিই। আলিয়া তখন টিনএজার। ১৭ বছর বয়স তাঁর। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমেই আলিয়ার আলাপ ঘটে বলিউডের সঙ্গে। আলিয়াকে নিজের মেয়ের চোখেই দেখেন তিনি। সেই মেয়েই এবার মা। করণের কথায়, “আমি কেঁদে ফেলেছিলাম। মনে আছে মাথায় টুপি, গায়ে হুডি পরে আমার অফিসে বসেছিলাম। আলিয়া আমায় এসে জানায় খবরটা। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। আমি ভাবতেই পারিনি। আমার বেবির বেবি হচ্ছে।” করণ আরও যোগ করেন, “একটা মেয়ে কী করে একজন মহিলায় রূপ্যান্তরিত হয় আলিয়ার ক্ষেত্রে তা আমার নিজের চোখে দেখা। ওঁকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করি আমি। ১৭ বছরের মেয়েটা প্রথম আমার অফিসে আসে। এখন ও ২৯। মা হবে। ওর সন্তানকে দুই হাতে জড়িয়ে ধরার জন্য মুখিয়ে আছি আমি। যেন নিজেরই সন্তান”।

এই খবরটিও পড়ুন

এই বছরের এপ্রিলেই রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় বিয়েতে। বিয়ের দু’মাসের মধ্যেই সুখবর দেন তাঁরা। বেবিবাম্পের ছবি শেয়ার করেন আলিয়া নিজেই। এর পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরেছে তাঁদের সোশ্যাল মিডিয়া। যদিও কাজ তিনি থামাননি। লন্ডনে গিয়েও শুটিং জারি তাঁর। এ বছরই কাপুর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। অপেক্ষায় করণ জোহরও।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla