Web Series: লক্ষ বা কোটিতে নয়, পঞ্চায়েত ২ স্টার জিতেন্দ্র পারিশ্রমিক পেয়েছেন হাজারে

Jitendra Kumar: ৮টি পর্বের জন্য তিনি মোট যে পরিমাণ অর্থ নিয়েছে তা এক কথায় বতলে গেলে বলিউডে সব থেকে কম আয়ের তালিকাতেই পরে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

Web Series: লক্ষ বা কোটিতে নয়, পঞ্চায়েত ২ স্টার জিতেন্দ্র পারিশ্রমিক পেয়েছেন হাজারে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 11:50 AM

পঞ্চায়েত ২, বর্তমানে যে ওয়েব সিরিজে বুঁদ ভক্তরা, সেই সিরিজের স্টার জিতেন্দ্র কুমার ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানেন! টাকার অঙ্ক শুনলে নিঃসন্দেহে অবাক হবেন। বলিউডে ভিন্ন ধারার ছবি হোক বা ওয়েব সিরিজ, কাজটাকে যে নিষ্ঠার সঙ্গে করে থাকেন জিতেন্দ্র, তা নিয়ে কোনও জল্পনার অবকাশ থাকে না। তাই তাঁর হাত ধরেই এখন জনপ্রিয় পঞ্চায়েত। প্রথম সিরিজ মুক্তি পাওয়ার পরই তা বেশ সকলের নজর কেড়েছিল। অপেক্ষায় শুরু হয় তারপর দিন গোনা। কবে মুক্তি পেতে চলেছে পঞ্চায়েত ২। সিরিজের রিভিউতে নজর রাখলে, প্রথম সিরিজের বুনটকে ছাপিয়ে যেতে পারেনি দ্বিতীয় সিরিজ। তবে জিতেন্দ্রর অভিনয় নিয়ে কোনও অভিযোগই নেই ভক্তদের। প্রথমবারের মত এবারও প্রতিটা ধাপে নিজের অভিনয়ের দাপট বজায় রেখেছেন তিনি। তবে সেই স্টারই যে এত অল্প পরিমাণ টাকার জন্য কাজ করবেন, তা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য।

যদিও পঞ্চায়েত ২ এই মুহুর্তে ওটিটি-তে একটি হিট সিরিজ, এর পেছনে মূল কারণই হল অনবদ্য কাস্ট। যাঁরা গুল্লাক, হোস্টেল ডেজ, দ্য আম আদমি ফ্যামিলি-র মত নানা  সিরিজ উপহার দিয়েছেন। পঞ্চায়েত ২-এর প্রতিটি চরিত্রই প্রশংসার দাবি রাখে – মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্তা, ব্রিজভূষণ দুবের চরিত্রে রঘুবীর যাদব, বিকাশের চরিত্রে চন্দন রায়, প্রহ্লাদ পান্ডে চরিত্রে ফয়সাল মালিক বা প্রদীপের ভূমিকায় বিশ্বজিৎ সরকার, সহ অন্যান্যরা তাঁদের নিজ নিজ ভূমিকায় অবিস্মরণীয় প্রভাব ফেলেছে। দীপক কুমার মিশ্রের পরিচালনায় পঞ্চায়েত ২ ছবি প্রথম সিরিজের মতই দর্শক মনে জায়গা করে নিল।

অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমারের ভূমিকা নিয়ে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। যদিও, এই প্রথমবার নয় যে জিতেন্দ্র তাঁর মেধা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আগেও, তাঁর কাজ বারে বারে প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি শুভ মঙ্গল জিয়াদা সাবধান-এও তিনি নজর কাড়া অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন।

তবে কেন আজও বাড়ল না পারিশ্রমিক। যেখানে লাখ থেকে কোটিতে আয় করছে বলিউড, সেখানে পঞ্চায়েত ২-এর জন্য, অভিনেতা প্রতি পর্বে মাত্র ৫০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। ৮টি পর্বের জন্য তিনি মোট যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এক কথায় বলতে গেলে বলিউডে সব থেকে কম আয়ের তালিকাতেই পরে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।