Kangana Ranaut: কঙ্গনার কোপে ‘গেহরাইয়াঁ’, পর্নোগ্রাফি বলে পরোক্ষে আক্রমণ!
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন কঙ্গনা। মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান 'চাঁদ সি মেহবুবা হো মেরি'র এক ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করে ওই গানের উদ্দেশে তিনি লেখেন...
গেহরাইইয়া নিয়ে বিতর্ক চলছেই। কারও মতে যৌনদৃশ্যে ঠাসা এই ছবি আবার কেউ বা বলছেন ছবির গভীরতা মাপার বোধ না তৈরি হওয়ার কারণেই এ হেন মন্তব্য। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনের সদ্য মুক্তিপ্রাপ্ত ওই ছবিকে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের। শুধু তাই নয়, পর্নোগ্রাফি বলেও ওই ছবিকে পরোক্ষে আক্রমণ তাঁর।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন কঙ্গনা। মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চাঁদ সি মেহবুবা হো মেরি’র এক ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করে ওই গানের উদ্দেশে তিনি লেখেন, “আমি নতুন যুগের মানুষ। কিন্তু এই রোম্যান্স আমি বুঝি। কিন্তু শহুরে ছবির নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ ছবি খারাপ ছবিই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফিই তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনও গেহরাইয়া (গভীরতা)ই নেই।” দীপিকার ছবির উদ্দেশেই যে এ কথা বলেছেন কঙ্গনা, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
মুক্তির আগে থেকেই অবশ্য চর্চায় দীপিকার এই ছবি। সরব কঙ্গনাও। কিছু দিন আগে এই ছবির প্রচারে দীপিকার পোশাক নিয়ে এক নিন্দনীয় মন্তব্য করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি। তিনি লেখেন, “বলিউডের নিউটন সূত্র– গেহরাইয়ার মুক্তির তারিখ যত এগবে ততই জামার মাপও কমতে শুরু করবে।” ফ্রেডি ওই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। পরোক্ষে পাল্টা জবাব দেন দীপিকাও। এই পুরো ব্যাপারটি কঙ্গনা কীভাবে দেখেন সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। প্রশ্ন ছুঁড়তেই যদিও রেগে গিয়েছিলেন কঙ্গনা। সাংবাদিককে কার্যত থামিয়ে দিয়ে তিনি বলেছিলেন, “যারা নিজেদের হয়ে কথা বলতে পারে না আমি তাদের পক্ষে কথা বলতে এসেছি। দীপিকা নিজেকে ভালভাবেই ডিফেন্ড করতে পারে। ওর সেই জায়গা রয়েছে, রয়েছে প্ল্যাটফর্মও। ওর ছবি প্রোমোট করা আমার পক্ষে সম্ভব নয়। বসে পড়ুন।”
এখানেই থামেনি বিষয়টি। সাংবাদিক জানান, দীপিকার প্রসঙ্গ উত্থাপন তিনি তাঁর ছবি প্রচার করার জন্য করেননি। যদিও কঙ্গনা সে কথা মানতে নারাজ। কড়া ভাষায় তাঁর বক্তব্য, “তুমি তো ছবিটির নাম নিলে। ওই ছবির পিআর টিমই তোমায় পাঠিয়েছে। আমি কি এতটাই বোকা”।
কঙ্গনা আর দীপিকার ঠান্ডা লড়াই বহু পুরনো। দীপিকার জওহরলাল নেহেরুতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন, মাদক কাণ্ডে নাম জড়ানো এ সবই বারেবারেই কঙ্গনার কটাক্ষের শিকার হয়েছে। সে কারণেই কি দীপিকার এই সাম্প্রতিক ছবিকে নীল ছবির তকমা, নাকি সত্যিই গেহরাইয়ার যৌন দৃশ্য নেহাতই টিআরপি’র খাতিরে? দর্শক কী ভাবছেন?