Karan Johar: ‘এবার আমি আমার শত্রুদের ডাকব…’, ‘কফি উইথ করণ’-এ কোন চমক অপেক্ষায়?
Koffee With Karan: এবার একের পর এক প্রোমো আসছে সামনে কারণ শুরু হতে চলেছেন 'কফি উইথ করণ সিজ়ন ৮'। যার প্রোমোতে একের পর এক চমক আনছেন করণ জোহর। যেখানে তাঁর ও তাঁর বিবেকের কথোপকথন সকলের নজর কাড়ছে। এবার প্রোমোতে থাকল কোন চমক?
টিভির পর্দায় নয়, ‘কফি উইথ করণ’ গত সিজ়ন অর্থাৎ সিজ়ন ৭ থেকেই ওটিটি প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন এই শো ওটিটি-তে জায়গা করার জন্য হয়তো সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারবে না। কিন্তু বাস্তব ছবি ঠিক তার উল্টোটাই ধরা দিয়েছিল। যেখানে করণ জোহরের এই শো রাতারাতি রেকর্ড ভিউতে খবরের শিরোনামে জায়গা করে নেয়। তবে থেকেই সকলেই ছিলেন অপেক্ষায়। এবার একের পর এক প্রোমো আসছে সামনে কারণ শুরু হতে চলেছেন ‘কফি উইথ করণ সিজ়ন ৮’। যার প্রোমোতে একের পর এক চমক আনছেন করণ জোহর। যেখানে তাঁর ও তাঁর বিবেকের কথোপকথন সকলের নজর কাড়ছে। এবার প্রোমোতে থাকল কোন চমক?
করণের বিবেক করণকে ফোন করে, কারণ জানান তিনি গেস্ট লিস্ট নিয়ে ব্যস্ত করেছেন। পাল্টা প্রশ্ন করেন বিবেক, কফি শোয়ের গেস্ট লিস্ট? করণ জানায়, তাঁর ৫২ তম জন্মদিনের অতিথির তালিকা তৈরি করছেন তিনি। হাসতে হাসতে করণকে তাঁর বিবেক বলে, ‘যেন সত্যি তোমার কত বন্ধু রয়েছে!’ করণ এরপর জানতে চান, তিনি যদি এই সিজনে তাঁর শক্রদের অতিথি হিসেবে ডাকেন? বিবেক জানিয়ে দেয়, ‘তাহলে এই সিজ়ন তোমার বিপক্ষেই চলে যায়’। এরপর করণ স্পষ্ট করে দেন, তিনি যদি কোনও স্টার কিডদের না ডাকেন, বিবেক প্রস্তাব শুনে জানিয়ে দেন, তাহলে কোনও সিজ়নই হবে না। এরপর কারণের প্রস্তাব, ‘তাহলে এমন কেন হয় না, আমি সিঙ্গলদের ডাকব, আর তাঁদের মধ্যে বিয়ে দিয়ে দেব।’ উত্তরে তাঁর বিবেক বলে, ‘তুমি সবাইকে ম্যাচ করিয়ে দিয়েছ করণ, শুধু তুমি বাদে।’ অতীতেও করমের কফি উইথ করণ শোয়ের প্রোমো নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কফি উইথ করণ শোয়ে বিভিন্ন ক্ষেত্রে যে বিতর্ক তৈরি হয়, তা মাঝে মধ্যেই দর্শকের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। প্রসঙ্গত, ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে কফি উইথ করণ টক-শো।
View this post on Instagram