Kartik Aaryan: ছবির জন্য ১৪ কেজি বাড়িয়ে ‘থলথলে’ কার্তিক, উধাও সিক্সপ্যাক, হতবাক ভক্তরা

Kartik Aaryan চরিত্রের জন্য এর আগে বহু অভিনেতাকেই ওজন বাড়াতে দেখা গিয়েছে। উদাহরণস্বরূপ বিদ্যা বালান। 'ডার্টি পিকচার' ছবির জন্য ওজন বাড়িয়েছিলেন বেশ খানিকটা। শুধু কি বিদ্যা? উদাহরণ রয়েছে আরও। যেমন, কঙ্গনা রানাওয়াত।

Kartik Aaryan: ছবির জন্য ১৪ কেজি বাড়িয়ে 'থলথলে' কার্তিক, উধাও সিক্সপ্যাক, হতবাক ভক্তরা
কার্তিক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 8:24 AM

এ যেন অবিশ্বাস্য ব্যাপার। ছবির জন্য ভোল পাল্টে ফেললেন কার্তিক আরিয়ান। ‘ফ্রেডি’ ছবির জন্য ওজন বাড়ালেন ১৪ কেজি। সিক্স প্যাক গায়েব। চশমা আর ফরমাল পোশাকে কার্তিক যেন পুরোদস্তুর ‘ভদ্রলোক’। ভক্তরা ফেটে পড়েছেন প্রশংসায়। তাঁদের একটাই বক্তব্য, “কেরিয়ারের সফল সময়ে এ হেন কাজ প্রথম সারির অভিনেতার কাছে মুখের কথা নয় একেবারেই।” ছবিটি শেয়ার করেছেন কার্তিক নিজেই। বাঁ দিকে খোলা শরীরে মিরর সেলফি। সিক্স প্যাক যেখানে দৃশ্যমান। আর ডান দিকে ‘ফ্রেডি’ ছবিতে তাঁর লুক। যেখানে থলথলে শরীরে মুখ গম্ভীর অভিনেতার। ছবি দেখতে একতা কাপুরও চুপ করে থাকতে পারেননি। লিখেছেন, ‘ফ্যাব’।

চরিত্রের জন্য এর আগে বহু অভিনেতাকেই ওজন বাড়াতে দেখা গিয়েছে। উদাহরণস্বরূপ বিদ্যা বালান। ‘ডার্টি পিকচার’ ছবির জন্য ওজন বাড়িয়েছিলেন বেশ খানিকটা। শুধু কি বিদ্যা? উদাহরণ রয়েছে আরও। যেমন, কঙ্গনা রানাওয়াত। ‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। করতে হয়েছে প্রস্থেটিক মেকআপ। কঙ্গনাও ওজন বাড়িয়েছিলেন বেশ খানিকটা। ছবি যদিও হিট হয়নি। তবে জয়ললিতার বেশ কঙ্গনাকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। বর্তমানে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্য নাম কার্তিক আরিয়ান। স্টারকিড লিনিয়েজ নেই। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কার্তিক শুরু থেকেই বলিউডে রাজত্ব করছেন। অনেকেই তাঁর সঙ্গে মিল খুঁজে পান সুশান্ত সিং রাজপুতের। শূন্য থেকে শুরু করা দুই অভিনেতারই হাতে রয়েছে বেশ কিছু সুপারহিট ছবি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই পরিচালক অনুরাগ বসু জানিয়েছিলেন কার্তিক আরিয়ান অভিনয় করতে চলেছেন ‘আশিকি ৩’-তে। প্রজন্মের পর প্রজন্ম জুড়ে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। বলিউড-বাফেদের কাছে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজি যেন অনেকটা হলিউডের হাইস্কুল ড্রামার মতো। সেই ছবিতে কার্তিক রয়েছেন শুনে খুশি হয়েছিলেন তাঁর ফ্যানেরা। প্রশ্ন উঠেছিল, অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কাকে? অফিসিয়াল কোনও ঘোষণা না হলেও শোনা যাচ্ছিল, আশিকি ৩-এর জন্য নাকি ইতিমধ্যেই ভাবা হয়েছে এক নায়িকাকে। না, তিনি বলিউডের কোনও স্টারকিড নন, এমনকি বলিউডে তাঁর ছবির সংখ্যাও নেই বললেই চলে। তবে টেলিভিশনের তিনি রানি। একদা জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গ্যায়ে’তে তাঁকে দেখা গিয়েছিল ডাক্তার রিদ্ধিমার ভূমিকায়। তিনি জেনিফার উইঙ্গেট। বিপাশা বসুর বর্তমান স্বামী করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রীও বটে। পরিচালক অনুরাগকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি যদিও এড়িয়ে গিয়েছিলেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অনুরাগ বলেন, “আমি শুনেছি এরকমটা রটেছে। যদিও আমরা সবাই ছবিটিকে নিয়ে প্রাথমিক পর্যায়ে রয়েছি। ছবির নানা দিক নিয়ে আলাপ আলোচনা চলছে। কাস্টিং কিছুদিন পরে ঠিক করা হবে”। আপাতত পাইপলাইনে বেশ কিছু ছবি রয়েছে কার্তিকের। ফ্রেডি মুক্তি পাবে আগামী মাসের ২ তারিখ। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।