Kubbra Sait: ‘তৈরি ছিলাম না বলেই গর্ভপাত করিয়েছি…’, কী ঘটেছিল জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে?
Kubbra Sait: তাঁর বইয়ের এক অধ্যায়ে উঠে এল গর্ভপাত প্রসঙ্গ। এর আগে তিনি মুখ খুলেছিলেন নাবালিকা অবস্থাতেই মায়ের পুরুষ বন্ধুর হাতে লাঞ্ছনার কথা।
আত্মজীবনীতে জীবনের সব অচেনা তথ্য সামনে নিয়ে আসছেন অভিনেত্রী কুবরা সাইত। এবার তাঁর বইয়ের এক অধ্যায়ে উঠে এল গর্ভপাত প্রসঙ্গ। এর আগে তিনি মুখ খুলেছিলেন নাবালিকা অবস্থাতেই মায়ের পুরুষ বন্ধুর হাতে লাঞ্ছনার কথা। কুবরা জানান গর্ভপাত করিয়ে তাঁর আক্ষেও নেই। মা হওয়ার জন্য তৈরি ছিলেন না। কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সে ঘটনাও নিজেই জানিয়েছেন বইয়ে।
কুবরা জানান, কিছু বছর আগে আন্দামানে বেড়াতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ৩০। সেখানেই স্কুবা ডাইভিং শেষে কিছু বন্ধুর সঙ্গে মদ্যপান করতে বের হন তিনি। সেখানেই এক জনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন কুবরা যার রেশ গড়ায় বহুদূর। কিছু দিন পর পিরিয়ড মিস করার ফলে তিনি পরীক্ষা করালে ফলাফল ইতিবাচক আসে। কুবারা জানতে পারেন তিনি মা হতে চলেছেন। তাঁর কথায়, “এক সপ্তাহ পর আমি সন্তান নষ্ট করি। কারণ আমি তৈরি ছিলাম না। কারণ নিজের জীবনকে এভাবে দেখার মতো অবস্থা আমার তখন ছিল না”। এক সাক্ষাৎকারেও কুবরা জানিয়েছেন ওই একই কথা।
তিনি যোগ করেন, “আমার ধারণা আমি এখনও তৈরি নই। ২৩ এ বিয়ে আর ৩০-এ বাচ্চা– মহিলাদের উপর আসা এই চাপের সঙ্গে আমি তাল মেলাতে পারিনা। যেন কোন অদৃশ্য নিয়ামবলী রাখা হয়েছে তাঁদের জন্য”। যদিও কুবরা জানান ওই ঘটনার পর নিজেকে সবচেয়ে ঘৃণ্য মানুষ বলে মনে হয়েছিল। না নিজের জন্য নয় বরং তাঁর এই খারাপ লাগা এসেছিল এই ভেবে যে বাকিরা কীভাবে এই ঘটনাকে গ্রহণ করবেন। যদিও তাঁর যুক্তি, “কখনও কখনও নিজেকে সাহায্য করা কঠিন হতে পারে।” মানসিক চাপ থেকে ব্যর্থতা ওই বইয়ের সব কিছুই তুলে ধরেছেন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ খ্যাত এই অভিনেত্রী। যদিও তা নিয়ে ট্রোলের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। তবু কুবরা যেন নীরব।