The Family Man 2: অসাধারণ সাফল্যের পর পরের সিজনে পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ করলেন মনোজ বাজপেয়ী!
সূত্র বলছে, তৃতীয় সিজনের প্রতিটি পর্বের জন্য নাকি মনোজ চেয়েছেন ২.২৫ কোটি থেকে আড়াই কোটি টাকা। তৃতীয় সিজনে থাকতে পারে ৯টি পর্ব।
মুক্তি পেয়েছে বেশ কয়েকদিন। অথচ ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের হিট মেশিন থামছে না কিছুতেই। এরই মধ্যে শোনা যাচ্ছে ওই সুপারহিট ওয়েব সিরিজের তৃতীয় পর্বও নাকি আসতে চলেছে খুব শীঘ্রই। তবে আকাশছোঁয়া সাফল্যের পর নাকি সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী ওই সিরিজের তৃতীয় সিজনের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রায় দ্বিগুণ।
সূত্র বলছে, তৃতীয় সিজনের প্রতিটি পর্বের জন্য নাকি মনোজ চেয়েছেন ২.২৫ কোটি থেকে আড়াই কোটি টাকা। তৃতীয় সিজনে থাকতে পারে ৯টি পর্ব। সুতরাং সব মিলিয়ে তাঁর পারিশ্রমিক দাঁড়াবে কুড়ি কোটিরও উপরে। অথচ সিজন ২-এর সব মিলিয়ে মনোজ নিয়েছিলেন দশ কোটির কাছাকাছি। সূত্র আরও বলছে মনোজ নাকি মনে করেছেন যেহেতু ফ্যামিলি ম্যানের বেশ ভালই ব্যবসা করেছে তাই এই অবস্থায় তাঁর প্রাপ্য বাকি দুই সিরিজের থেকে একটু বেশিই হওয়া উচিত।
তৃতীয় সিজনের বিষয় কী হবে? তা নিয়ে দিন কয়েক আগেই মুখ খুললেন দুই পরিচালক রাজ এবং ডিকে। দ্বিতীয় সিজনের শেষ এপিসোডের ব্যাকড্রপে ছিল করোনা প্রসঙ্গ। উত্তরপূর্বের কোনও রাজ্যের কোনও চক্রান্তের ইঙ্গিত। রাজ জানিয়েছেন, ওই দৃশ্য পরে আলাদা ভাবে শুট করা হয়েছিল। তৃতীয় সিজনের টিজার হিসেবেই ওই অংশটাকে দেখতে চাইছেন তাঁরা। তৃতীয় সিজনে করোনা প্রসঙ্গ অবশ্যই থাকবে। তবে প্লট কী হবে, তা এখনও আলোচনা সাপেক্ষ।
আরও পড়ুন- ‘তাড়াতাড়ি করে ফেলব…’, ইমনকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব গায়িকারও
রাজ আরও জানান, দ্বিতীয় সিজন নিয়ে আলোচনার সময়ই ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে। আসলে গোটা পৃথিবীর মানুষ কী নিয়ে ব্যস্ত, তার প্রতিফলন সিরিজে থাকবেই। কিন্তু এর থেকে বেশি কিছু এখনই বলতে চাননি তিনি।