Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neena Gupta: নারীবাদ ফালতু, ছেলে-মেয়ে সমান নয়:  অকপট নীনা গুপ্তা

Neena Gupta: ফেমিনিজম অর্থাৎ পুরুষ ও মহিলার সমানাধিকার-- এ নিয়ে সরব গোটা দুনিয়া। কিন্তু এই নারীবাদের বিশ্বাসী নন অভিনেত্রী নীনা গুপ্তা। শুধু কি তাই? ছেলে-মেয়ে সমান-- এই ধারণাও মানেন না তিনি, কেন? তাঁর নেপথ্যেও কিছু নিজস্ব যুক্তি দিয়েছেন নীনা।

Neena Gupta: নারীবাদ ফালতু, ছেলে-মেয়ে সমান নয়:  অকপট নীনা গুপ্তা
নীনা গুপ্তা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 12:48 PM

ফেমিনিজম অর্থাৎ পুরুষ ও মহিলার সমানাধিকার– এ নিয়ে সরব গোটা দুনিয়া। কিন্তু এই নারীবাদের বিশ্বাসী নন অভিনেত্রী নীনা গুপ্তা। শুধু কি তাই? ছেলে-মেয়ে সমান– এই ধারণাও মানেন না তিনি, কেন? তাঁর নেপথ্যেও কিছু নিজস্ব যুক্তি দিয়েছেন নীনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নীনা বলেন, “আমি একটা কথাই বলতে চাই, এই সব ফালতু ফেমিনিজমে বিশ্বাস করার কোনও মানে হয় না। ছেলে-মেয়ে সমান এই ধারণাও ঠিক নয় । পরিবর্তে নিজে স্বাবলম্বী হও। নিজের কাজে মনোযোগ দাও। নিজেকে ছোট ভাবা বন্ধ কর। এটাই হল মোদ্দা কথা। কারণ, ছেলে ও মেয়ে কখনওই সমান হতে পারে না। যেদিন থেকে ছেলেরা অন্তঃসত্ত্বা হওয়া শুরু করবে সেদিন থেকেই সমান হবে সবটা।”

ছেলে ও মেয়ে কেন সমান নয়, তা নিজের জীবনে হওয়া এক ঘটনার মধ্যে দিয়েও ব্যাখ্যা করেছেন নীনা। নীনা যোগ করেন, “একবার ভোর ছয়টার সময় আমার ফ্লাইট ধরার কথা ছিল। সেই সময় আমার কোনও প্রেমিক ছিল না। আমি বাড়ি থেকে বের হই ভোর চারটের সময়। চারিদিক অন্ধকার। গাড়ি নেই। হঠাৎ একটা লোক আমায় অনুসরণ করতে শুরু করে। আমি ভয় পেয়ে যাই। বাড়ি ফিরি। আমার ফ্লাইট মিস হিয়ে যায়। পরের দিন সকাল ছয়টাতেই আমি ওই ফ্লাইট ধরি। কীভাবে? কারণ আগের রাতে আমি আমার এক পুরুষ বন্ধুর বাড়ি ছিলাম। সে আমায় সাবধানে ছেড়ে দিয়ে আসে। আমার জীবনে পুরুষের দরকার আছে।” ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীনার, এ কথা কারও অজানা নয়। তাঁরা বিয়ে করেননি। তবে প্রেমের সম্পর্ক থেকেই তাঁদের এক সন্তান হয়। নাম মাসাবা গুপ্তা। মাসাবা নিজেও বলিউডের ফ্যাশন ডিজাইনার।

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)