Netflix: নেটফ্লিক্স ব্যবহার করেন? হটস্টারকে টেক্কা দিতে সংস্থা শোনাল দারুণ খবর

Netflix: পাহাড় প্রমাণ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয় 'জায়েন্ট স্ট্রিমিং জায়েন্ট' নেটফ্লিক্স। এর মধ্যে আবার রয়েছে ডেবিট-ক্রেডিট কার্ডের ঝামেলা।

Netflix: নেটফ্লিক্স ব্যবহার করেন? হটস্টারকে টেক্কা দিতে সংস্থা শোনাল দারুণ খবর
নেটফ্লিক্স ব্যবহার করেন?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 11:06 AM

পাহাড় প্রমাণ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয় ‘জায়েন্ট স্ট্রিমিং জায়েন্ট’ নেটফ্লিক্স। এর মধ্যে আবার রয়েছে ডেবিট-ক্রেডিট কার্ডের ঝামেলা। এমতাবস্থায় যখন হুহু করে কমছিল নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা, ঠিক তখনই সংস্থার তরফে শোনানো হল এক দারুণ খবর। নেটফ্লিক্সের বিজ্ঞাপন- সহ সাবস্ক্রিপশন লঞ্চ করার কথা ঘোষণা করলেও সূত্র বলছে, বাচ্চাদের অনুষ্ঠানের ক্ষেত্রে নাকি এই নিয়ম লাগু থাকছেন না।

গত মে মাসের ঘটনা। প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস হটস্টার ঘোষণা করে বাচ্চাদের অনুষ্ঠান চলাকালীন অপ্রয়োজনীর বিজ্ঞাপন তারা দেখাবে না। এবার কার্যত সেই একই পথে হাঁটতে চলছে নেটফ্লিক্স, শোনা যাচ্ছে তেমনটাই। ওই সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও খবর বলছে, বাচ্চাদের অনুষ্ঠান নাকি পুরোপুরি কমার্সিয়াল ফ্রি অর্থাৎ বিজ্ঞাপন মুক্ত হবে। তবে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজে হয়তো এই নিয়ম বলবৎ থাকছে না বলেই খবর। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্স? একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে বয়সের অনুপাতে বড় বিজ্ঞাপন অনেকে সময়েই শিশুমনে প্রভাব ফেলতে পারে। তাঁদের মানসিক বোধে হানতে পারে আঘাত। আর সেই কারণেই শিশুদের শো শুরু হওয়ার আগে অথবা পরে বিজ্ঞাপন না থাকার আর্জি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এবার সেও আর্জি নিয়েই চিন্তাভাবনা শুরু করেছে ওই সংস্থাটি।

করোনাত্তর কালে ওটিটিই ভরসা প্রযোজকদের। সিনেমা হলে দর্শক ভিড় বাড়ায় না বললেই চলে। এমতাবস্থায় বড় বড় তারকারাও ঝুঁকছেন ওটিটির দিকে। ডিজনি-অ্যামাজন যখন এই সুযোগ কাজে লাগিয়েই বাড়াচ্ছে তাঁদের ব্যবসা, ঠিক তখনই নেটফ্লিক্সের ভরাডুবি। হয়েছে কর্মী ছাঁটাইও। তাই নতুন প্ল্যানে কোনওরকম ফাঁক রাখতে রাজি নন কর্মীরা। নেওয়া হচ্ছে আরও নানা পন্থা। দর্শককে নিরাশ করতে যে একেবারেই নারাজ তাঁরা।