Koffee With Karan: শাহরুখকে নিয়ে গৌরির মন্তব্যে হতবাক করণ, কী এমন বলেছিলেন বাদশার বেগম?

Gauri Khan: একটা সময় ছিল যখন অনেকেই তাঁর বিপরীতে কাজ করতে চাইতেন। এমনকি তাঁর জীবনসঙ্গী হতেও। এটা কি কখনও স্ত্রী হিসেবে তাঁকে কিছুটা চিন্তিত এবং বিরক্ত করেছিল?

Koffee With Karan: শাহরুখকে নিয়ে গৌরির মন্তব্যে হতবাক করণ, কী এমন বলেছিলেন বাদশার বেগম?
গৌরির কথায় হতবাক করণ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 8:49 PM

কফি উইথ করণ সিজন ৭ চলছে। এর মাঝে করণ জোহরের (Karan Johar) এই শোয়ের পুরনো সিজিনের নানা ক্লিপিং উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। এমনই এক প্রসঙ্গ সামনে এসেছে যেখানে করণ বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী গৌরি খানকে (Gauri Khan) প্রশ্ন করেন তাঁর স্বামী যদি অন্য নারীতে আসক্ত হন? গৌরী ওই পর্বে এসেছিলেন আর এক বলি-তারকা হৃত্বিক রোশনের প্রাক্তন (তখন স্ত্রী) স্ত্রী সুজান খানের সঙ্গে। এটা ছিল কফি উইথ করণ সিজন ১। শাহরুখ খান হার্টথ্রব ছিলেন, এখনও আছেন এবং সবসময়ই থাকবেন। আর সব সময়ই তাঁর মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। একটা সময় ছিল যখন অনেকেই তাঁর বিপরীতে কাজ করতে চাইতেন। এমনকি তাঁর জীবনসঙ্গী হতেও। এটা কি কখনও স্ত্রী হিসেবে তাঁকে কিছুটা চিন্তিত এবং বিরক্ত করেছিল?

কী বলেছিলেন গৌরী এই বিষয়ে? তাঁর মতে, বিরক্তি সবসময় ছিল যখন কেউ তাঁকে জিজ্ঞাসা করত যে শাহরুখ খান যদি অন্য মহিলাকে খুঁজে পান এবং তাঁকে ছেড়ে চলে যান এই নিয়ে। করণ গৌরী এবং সুজান দুজনকেই তাঁদের স্বামীদের অন্য মহিলা খুঁজে পাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। যার উত্তরে গৌরীর নিখুঁত উত্তর ছিল, “প্রথমে আমি তখনই এই চিন্তায় বিরক্ত হই যখন কেউ আমাকে এই প্রশ্নটি করে। আমি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যদি কাউকে খুঁজে পান, আমিও যেন এমন কাউকে খুঁজে পাই  যে দেখতেও সুন্দর।” সুজান গৌরীর উত্তরের প্রশংসা করেছিলেন যখন করণ জোহর উত্তরে হতবাক হয়েছিলেন এবং পরে খুব জোড়ে হেসেছিলেন।

শাহরুখ খান এবং গৌরী খান হল বলিউডের সেই সোনালি দম্পতি যাঁদের সাহচর্য ভক্তদের কাছে অনুপ্রেরণার চেয়ে কম নয়, যাঁরা তাঁদের সম্পর্ক এবং বন্ধনের প্রশংসা করেন। এসআরকে সবসময়ই স্ত্রী গৌরী খানের সঙ্গে পাগল আর গভীর প্রেমে ছিলেন এবং আজ পর্যন্ত আছেন। তিন সন্তান নিয়ে দুজনের জুটি সবসময়ই ভক্তদের মুগ্ধ করে। এখন গৌরি শাহরুখ খানের প্রযোজনা সংস্থারও দেখাশোনা করেন।

সুপারস্টার ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার সঙ্গে ফিরছেন বড়পর্দায়। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় জন আব্রাহমও। তবে এই বছরই পর্দায় দর্শন দেবেন শাহরুখ রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত, অয়ন মুখোপাধ্যায় পরিচালত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। ছোট হোক বা বড় তাঁর ভক্তদের কাছে পর্দায় তিনি আছেন এটাই যথেষ্ট। অভিনেতাকে শেষবার আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবার তিনি নিজের লেডি লাক দীপিকার সঙ্গে আসছেন, কী হয় ছবির ফলাফল, তা জানতে আগ্রহী ভক্তকুল থেকে সিনেমা বিশেষজ্ঞ সকলেই।