Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Kapoor: ‘সারা জীবন এই কাজ করতে পারব না’, তবে কি অভিনয় ছাড়ছেন শাহিদ?

Bollywood Gossip: শাহিদ কাপুর একদিকে কাজ অন্যদিকে সংসার নিয়ে বেজায় ব্যস্ত। দুই সামলাচ্ছেন সমানতালে। দুই সন্তানের বাবা অভিনেতা শাহিদ কাপুর।

Shahid Kapoor: 'সারা জীবন এই কাজ করতে পারব না', তবে কি অভিনয় ছাড়ছেন শাহিদ?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 2:11 PM

শাহিদ কাপুর, বলিউড পা রেখে যিনি চকোলেট বয় নামেই পরিচিত ছিলেন, সেই সেলেবকে ঘিরেই এবার জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর শেষ মুক্তি পাওয়া ওটিটি সিরিজড ফরজি। যেখানে শাহিদ কাপুরের অনবদ্য অভিনয় সকলের নজর কাড়ে। অভিনয়ই নয়, তাঁর পর্দার উপস্থিতিতও এক কথায় ঝড় তোলে নেটদুনিয়ার পাতায়। শাহিদ কাপুরকে নিয়ে বরাবরই ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে। তাঁকে ভক্তরা কিউট লুকেই বোধহয় দেখতে বেশি পছন্দ করেন। এমনটাই ধারণা বিটাউনের। যদিও শাহিদ কাপুর তাঁর কেরিয়ারে একাধিক ছকভাঙা অভিনয় করেছেন। যেখানে হায়দর রয়েছে, রয়েছে উড়তা পঞ্চাব, রয়েছে ফরজিও। তবে কী এমন ঘটল, যে তিনি সিদ্ধান্ত নিয়ে বসলেন এমন অভিনয় আর করবেন না?

না অভিনয় থেকে সরে যাচ্ছেন না তিনি। বরং তিনি তাঁর জ্যঁ বদলের পথে পা বাড়ালেন। নিজের চেনা ছকের বাইরে বেরিয়ে অভিনয় করতে চান তিনি। আর কিউট লুকের চরিত্রে কাজ করতে চাইছেন না তিনি। তাঁকে নিয়ে যে ছকে বাঁধা চরিত্রের কথা মাথায় রেখে কাজ করে চলেছেন পরিচালকেরা, তা আর হচ্ছে না। তবে তিনি অভিনয় কোনও মতেই ছাড়বেন না। পাশাপাশই এও বলেন, বর্তমানে ভাল ছবি পাওয়াটাই চ্যালেঞ্জের। ভাল চরিত্র খোঁজাটাই বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিন দিন।

শাহিদ কাপুর একদিকে কাজ অন্যদিকে সংসার নিয়ে বেজায় ব্যস্ত। দুই সামলাচ্ছেন সমানতালে। দুই সন্তানের বাবা অভিনেতা শাহিদ কাপুর। পাঁচ বছর আগে নিজের চেয়ে ১৩ বছরে ছোট দিল্লি ঘরোয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শাহিদ। বিয়ের বছরেই জন্ম নেয় তাঁদের কন্যা মিশা। তারপর জন্ম নেয় পুত্র জৈন। এই দুই তারকা সন্তানকে গোটা দুনিয়া দেখেছে। কিন্তু তাঁদের লাইমলাইটে আসতে দেখা যায়নি কোনওদিনও। অনেকে ভাবেন, তা হলে কি শাহিদ-মীরার সন্তান ‘তারকা সন্তান’ হিসেবে কম জনপ্রিয়। এক্কেবারেই নয়। শাহিদ সিনেমা আর পরিবারকে আলাদা রাখতেই পছন্দ করেন।