Shehnaaz Gill: ‘একটু প্র্যাক্টিক্যাল করে দেখতে পারি?’ বায়োলজির ‘সেই চ্যাপ্টার’ পড়ার সময় শিক্ষককে বলেন শেহনাজ
Shehnaaz Gill: জননতন্ত্রের চ্যাপ্টার পড়াচ্ছিলেন শিক্ষক। মন দিয়ে শুনছিলেন শেহনাজ গিল। তবে আচমকাই শিক্ষককে করে বসেন অদ্ভুত এক প্রশ্ন। জিজ্ঞাসা করে ফেলেন, "এটা কি একটু প্র্যাক্টিক্যাল করে দেখতে পারি'?

জননতন্ত্রের চ্যাপ্টার পড়াচ্ছিলেন শিক্ষক। মন দিয়ে শুনছিলেন শেহনাজ গিল। তবে আচমকাই শিক্ষককে করে বসেন অদ্ভুত এক প্রশ্ন। জিজ্ঞাসা করে ফেলেন, “এটা কি একটু প্র্যাক্টিক্যাল করে দেখতে পারি’? কোনও সিনেমার শুটিং নয়, এই ঘটনা বাস্তবিকই হয়েছিল শেহনাজ গিলের সঙ্গে। আর শিক্ষক তিনি কী বলেছিলেন? সম্প্রতি শেহনাজ গিলের চ্যাট শো-য়ে হাজির হয়েছিলেন আসন্ন সিনেমা ‘ছাতরিওয়ালি’র নায়িকা রাকুল প্রীত সিং। সেখানেই শেহনাজ বলেন, “আমি বায়োলজি খুব ভালবাসতাম। আর জননতন্ত্র পড়তে তো আরও ভালবাসতাম। আমি মন দিয়ে সব পড়া শুনতাম”। শেহনাজ যোগ করেন, “ম্যাডাম পড়াচ্ছিলেন, আমি ম্যাডামকে বলি যে প্র্যাক্টিক্যালি করা যায় কিনা। ম্যাম কী রেগে গেলেন, শাট আপ বলে আমায় বসিয়ে দিলেন। আমার মনে হয় ম্যাম আমায় সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারতেন”। রাকুলও শেহনাজের সহমত। ‘শাট আপ’ না বলে যদি শিক্ষক সহজ ভাবে বিজ্ঞান তুলে ধরতেন তা বোধহয় ভাল হত– মনে করছেন রাকুল। তিনি এও মনে করছেন, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে যৌনশিক্ষার অভাব রয়েছে। তিনি বলেন, “আমার মনে হয় শিক্ষকদের এই সাধারণ শিক্ষার প্রতি মনোভাবের বদল ঘটলেই সমাজের বদল হবে।”
ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ওটিটিতে। এই রোম্যান্টিক কমেডির পরিচালক তেজস দেওস্কার। প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ছবিতে রাকুল ছাড়াও রয়েছেন সুমিত ব্যস, সতীশ কৌশিক, ডলি আলুওয়ালিয়া, রাজেশ তাইলাংসহ অন্যান্য। ছবিটি মুক্তি পেয়েছে গত ২০ জানুয়ারি। এখনও পর্যন্ত সমালোচকদের চোখে এই ছবির রিপোর্ট বেশ ভাল। প্রসঙ্গত, শেহনাজ গিলের এই শো বেশ জমে উঠেছে। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে ভিকি কৌশল– হাজির হয়েছেন এই শো’য়ে। দর্শকের কাছেও এই শো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কম সময়েই।





