Payal Rohatgi-Lock Upp: কঙ্গনার ছবি ফ্লপ করুক, প্রকাশ্যে ‘অভিশাপ’ দিলেন পায়েল রোহতগি
Payal Rohatgi-Lock Upp: কঙ্গনা পুরো শো জুড়ে বলে এসেছিলেন এটি ‘ঘর ঘর কি কাহানি’র মতো শো নয়। অথচ যাঁকে বিজয়ী ঘোষণা করা হল সে এমন ধরনেরই একজন মানুষ।
কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) সম্প্রতি ইনস্টাগ্রামে ‘লক আপ’-এর একটা পুরনো পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি সলমন খানের বোন অর্পিতার ঈদের পার্টিতে গিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে প্রযোজক একতা কাপুর থেকে সলমন খান সকলেই রযেছেন। এই ছবি দেখে পায়েল রোহতগি (Payal Rohatgi) প্রচন্ড রেগে যান। তিনি তাঁর রাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন কঙ্গনাকে আনফলো করে। সঙ্গে এও ইঙ্গিত করেন, ‘ওঁর ছবি যেন ফ্লপ করে’। এই সব বলার কারণ কী? আসলে ‘লক আপ’-এর প্রথম সিজনে দর্শক মনে ছাপ ফেললেও জিততে পারেননি পায়েল রোহাতগি। তাঁর জায়গায় জিতেছে মুনাওয়ার ফারুকি। এই জয় পায়েলের কাছে ‘তৈরি করা বিজয়ী’। বেকারদের তারকা করার শো ছিল এটা বলেও কটাক্ষ করেন পায়েল।
পায়েলের দাবি মুনাওয়ারকে এই শো-র বিজেতা বানানো হয়েছে যখন থেকে সলমন আর কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। কঙ্গনা পুরো শো জুড়ে বলে এসেছিলেন এটি ‘ঘর ঘর কি কাহানি’র মতো শো নয়। অথচ যাঁকে বিজয়ী ঘোষণা করা হল সে এমন ধরনেরই একজন মানুষ। এটা পুরোটাই পিআর গিমিক বলে কটাক্ষ করেন পায়েল। এই নিয়ে তিনি লেখেন, “ওরা বিজেতা হিসেবে ‘ঘর ঘর কি কাহানি’ (একতার ‘কাহানি ঘর ঘর কি’-কে কটাক্ষ করে) বেছে নিয়েছে ফাইনালের ঠিক এক সপ্তাহ আগে বিগ বসের সঞ্চালকের সঙ্গে দেখা করে।এমন একজন বিজেতা যাঁর বউ আছে, বাচ্চা আছে, আবার একজন প্রেমিকাও আছে। শো অন্য মহিলার সঙ্গে রোমান্স করতে ব্যস্ত ছিলেন। আর এই গল্পটাকেই ওই ‘বেকার তারকারা’ সত্যি বলে মেনে নিয়েছেন। ওই বিজেতা সবাইকে মানসিকভাবে আক্রমণ করতেন, এবং যদি তা মজার হয় তবে আমি তাঁদের সবার জন্য দুঃখ বোধ করি”।
শুধু এখানেই থামেননি পায়েল, সঙ্গে ‘বেকার তারকাদের’ সমালোচনা করে আরও আক্রমণাত্মক হয়ে মন্তব্য করেছেন, তাঁরা নাকি কোনও কারণ ছাড়াই ‘নিন্দে’ করে তাঁর। তিনি আরও যোগ করেছেন, “পায়েল কে, আর #BADA** কথাটার কী মানে, কঙ্গনা থেকে শুরু করে অনেক এ লিস্টেড তারকারা, যাঁরা এই শো-তে এসেছিলেন আমাকে #BADA** বলে গিয়েছেন। আমার মনে হয় তাঁরা তখন এই কথাটার মানেই জানতেন না।কঙ্গনাকে ফাইনালের দিন সবাইকে এর অর্থ বলে দেন”।
সবশেষে পায়েল লেখেন, ‘কঙ্গনাকে আনফলো করলাম। প্রার্থনা করি যাতে ওঁর ছবি…. (থাম্বস ডাউন ইমোজি ব্যবহার করে ফ্লপ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন) হয়। আর ওইসব সো কলড সেলেবরা এবার থেকে পায়েলের ব্যাপারে মন্তব্য করার আগে দশবার ভাববেন।’ প্রসঙ্গত, ফাইনালে পায়েল রোহাতগিকে হারিয়ে ট্রফি জিতে নেন মুনাওয়ার। ১৮ লাখের বেশি ভোট পেয়ে জিতে যান মুনওয়ার। ট্রফির পাশাপাশি মুনাওয়ার জিতেছেন ২০ লাখ টাকা, একটা গাড়ি ও ইটালি ভ্রমণের সমস্ত খরচ।