Urfi Javed: ঈদের পোশাক এত খোলামেলা! ধর্মের প্রসঙ্গ টেনে কটাক্ষের মুখে উরফি

Trolling: উরফি জাভেদ মানেই এক কথায় ভাইরাল। একের পর এক মন্তব্য থেকে পোকাশ, সামনে আসতেই ট্রোলের শিকার। যদিও উরফি এখন ভালই জানেন যে ট্রোল তাঁর নিত্য সঙ্গী।

Urfi Javed: ঈদের পোশাক এত খোলামেলা! ধর্মের প্রসঙ্গ টেনে কটাক্ষের মুখে উরফি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 9:04 AM

পবিত্র ঈদের পোশাক কি এটা হওয়া উচিৎ! নেট দুনিয়ার একাংশ সপাট প্রশ্ন করে বসলেন উরফিকে। এই বিশেষ দিনে এত খোলামেলা পোশাক কেন, তা নিয়ে শোরগোল নেটপাড়ায়। পোশাকের সঙ্গে যদিও ধর্ম টেনে এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ার একশ্রেণী করলেও উরফি এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। তবে কমেন্ট বক্সে ঈদের দিন বয়ে গেল ঝড়। কড়া ভাষায় ট্রোলের শিকার হতে হল তাঁকে। মুহূর্তে ভাইরাল উরফির সেই শাড়ি লুক।

উরফি জাভেদ মানেই এক কথায় ভাইরাল। একের পর এক মন্তব্য থেকে পোকাশ, সামনে আসতেই ট্রোলের শিকার। যদিও উরফি এখন ভালই জানেন যে ট্রোল তাঁর নিত্য সঙ্গী। তাই কে কী বলছে, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তাঁর। সম্প্রতি উরফি জাভেদ এমনটাই বলে থাকেন। উল্টে কখনও কখনও ট্রোলারদের উদ্দেশ্যেই নানা মন্তব্য করে থাকেন। সম্প্রতি উরফি নিজেই জানান, তিনি সমাজের নিয়মে আটকে থাকতে পারবেন না। কেউ যদি পোশাক নিয়ে তাঁকে ট্রোল করে, বা কারুর যদি পোশাক দেখে মনে খারাপ ভাবনা এসে থাকে, তবে এটা তাঁর ব্যক্তিগত সমস্যা। এখানে উরফির কিছুই করার নেই।

উরফি জাভেদের ফ্যাশন মানেই তা বোল্ড স্টেটমেন্ট। একের পর এক পোজ ভাইরাল। কখনও খোলামেলা পোশাক, কখনও আবার ছকভাঙা পোশাকের ঝড়, উরফিকে দেখেই এক কথায় ট্রোলের বন্যা বয়ে যায় নেট দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কারণ একটাই, আবারও উরফি বেছে নিলেন অড লুক। শরীরের ওপরের অংশ প্রায় উন্মুক্ত। শরীরের খোলা অংশ নিয়ে নানা কুমন্তব্য যেন তাঁর নিত্য সঙ্গী। তবে এই সব বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তাঁর। উল্টে উরফি জানান, তাঁর স্বপ্ন অনেক বড় কিছু হওয়ার। তাঁর স্বপ্ন প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করে ভাল কাজ দর্শকদের উপহার দেওয়ার। সদ্য নিজের জীবনের স্ট্রাগেল নিয়ে মুখ খুলেছিলেন এই সেলেব স্টার।